ভারতে দীর্ঘদিন লকডাউন চলছে। যার ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশ নিচের দিকে। এরকম অবস্থায় ফের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ১২ মে থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে। আগামী ৩ বছর পর্যন্ত সব রকমের ফিক্সড ডিপোজিটে ০.২০ শতাংশ বা ২০ বেসিস পয়েন্ট সুদ কমানো হয়েছে।
একদিকে সুদ কমিয়ে আমানতকারীদের জন্য খারাপ খবর দিয়েছে SBI। অন্যদিকে ঋণগ্রাহকদের জন্য সব ধরণের ঋণে সুদের হার কমানো হয়েছে। ০.১৫ শতাংশ বা ১৫ বেসিস পয়েন্ট হারে সুদের হার কমানো হয়েছে। এই সুদ কমানোর জেরে আগামী ১০ মে থেকে সব পরিশোধ মেয়াদে ৭.২৫ শতাংশ হল সুদের হার। আগে MCLR-এ সুদের হার ছিল ৭.৪০ শতাংশ। ১০ মে থেকে ১৫-বেসিস পয়েন্ট কমছে। এই নিয়ে গত কয়েক বছরে প্রায় ১২ বার MCLR-এ কমানো হল সুদের হার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রবীণ নাগরিকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে, যার নাম SBI Wecare Deposit। এই স্কিমের আওতায় অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্ট প্রিমিয়াম পাবেন বয়স্ক ব্যক্তিরা। পাঁচ বছর তার ওপরে মেয়াদী আমানতে এই স্কিম চালু থাকবে।