Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে দূষনের কমে বিপাশা নদীতে দেখা মিলছে বিরল প্রজাতির ডলফিন

পাঞ্জাব : করোনা ভাইরাসের দাপটে স্তদ্ধ জনজীবন। মানুষের দৈনন্দিন জীবনের রুটিনে ভাঁটা পড়েছে। অদৃশ্য ও অতি ক্ষুদ্র জীবানুর জেরে থমকে গিয়েছে গোটা পৃথিবী। গৃহবন্দী সকল মানুষ। রাস্তায় যানবাহন চলাচল পরিষেবা…

Avatar

পাঞ্জাব : করোনা ভাইরাসের দাপটে স্তদ্ধ জনজীবন। মানুষের দৈনন্দিন জীবনের রুটিনে ভাঁটা পড়েছে। অদৃশ্য ও অতি ক্ষুদ্র জীবানুর জেরে থমকে গিয়েছে গোটা পৃথিবী। গৃহবন্দী সকল মানুষ। রাস্তায় যানবাহন চলাচল পরিষেবা থমকে গিয়েছে একমাসের উপর। আর এই সুযোগে পৃথিবী যেনো নতুন করে শ্বাস নিচ্ছে। এতদিনের দূষণের ফলে প্রকৃতি যেনো এখন তাঁর ক্ষতকে নির্মুল করার চেষ্টা করছে। এরই মাঝে বিপাশা নদীতে দেখা গেল বিশ্বের অন্যতম বিরল স্তন্যপায়ী সিন্ধু নদের ডলফিন।

কিছুদিন আগেই কলকাতার বিভিন্ন ঘাটে প্রায় তিন দশক পরে দেখা গিয়েছে গঙ্গার শুশুকদের। লক ডাউনে দূষণ কমে যাওয়ার ফলে বারবার দেখা মিলছে সিন্ধু নদের ডলফিনদের। পাঞ্জাবের বিপাশা কনজারভেশন রিজার্ভে বাস করে অন্যতম বিরল প্রজাতির এই ডলফিন। বিশ্বে স্বচ্ছ জলের চার ধরনের ডলফিন রয়েছে যার মধ্যে দুটি দেখা যায় ভারতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একটি গঙ্গার শুশুক ও অপরটি সিন্ধু নদের ডলফিন। লক ডাউনের ফলে জল দূষন কমে যাওয়ায় দেখা মিলছে সিন্ধু ডলফিনের। গত একমাসের মধ্যে বিপাশা নদীর জল হয়ে গিয়েছে দূষণমুক্ত আর তার ফলেই দেখা মিলছে তাঁদের, সমীক্ষার পর এমনটাই জানিয়েছে পঞ্জাব দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

About Author