Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাণী জে’র সাথেও সম্পর্কে জড়ান শাহিদ কাপুর, বলিউডে জোড় গুঞ্জন

মুম্বাই : শাহিদ কাপুরের সাথে বাণী জের সম্পর্কের কথা অজানা অনেকেরই, বর্তমানে মিরা রাজপুতের সাথে সুখী দাম্পত্য সম্পর্কে আবদ্ধ শাহিদ কাপুর বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে শোনা যায়,…

Avatar

মুম্বাই : শাহিদ কাপুরের সাথে বাণী জের সম্পর্কের কথা অজানা অনেকেরই, বর্তমানে মিরা রাজপুতের সাথে সুখী দাম্পত্য সম্পর্কে আবদ্ধ শাহিদ কাপুর বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে শোনা যায়, কখনো করিনা কাপুর তো কখনো প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি বাণী জে র সাথেও তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়।

বিভিন্ন সময় তাদের একসাথে দেখা যেত, যদিও এ ব্যাপারে কখনও কিছু বলেননি শাহিদ কাপুর। শোনা যায় একে অপরকে বন্ধু বলে ব্যাপারটি এড়িয়ে যায় শাহিদ ও বাণী। দুজনেই অস্বীকার করেন তাঁদের সম্পর্কের গুঞ্জন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একসময় করিনা কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে সরগরম ছিল বলিউড, কিন্তু তাদের সম্পর্কে ফাটল ধরলে বিচ্ছেদ হয়ে যায় এই দুই তারকার। তার পরেই একাধিক সম্পর্কে জড়ান শাহিদ কাপুর। প্রিয়াঙ্কা চোপড়ার সাথে কখনও তার নাম জড়ায় তো কখনও কিসমাত কানেকশন এর নায়িকা বিদ্যা বালানের সঙ্গে, আবার কখনও টেনিস জগতে বিখ্যাত সানিয়া মির্জার সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন শাহিদ কাপুর, যদিও একথা শাহিদ কখনো স্বীকার করেনি বরং গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।

About Author