Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে রক্তারক্তি কান্ড! নিজের হাতের আঙুল কেটে ফেললেন সানি লিওনি, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: হাত কেটে রীতিমতো রক্তারক্তি কান্ড ঘটিয়ে ফেললেন সানি লিওনি। শুধু তাই নয়, গোটা একটা আঙুল তো কেটে বাদই দিয়ে বসলেন ভুলবশত। বর্তমান পরিস্থিতিতে এরকম ভয়াবহ ব্যাপার ঘটলে ভয়…

Avatar

কৌশিক পোল্ল্যে: হাত কেটে রীতিমতো রক্তারক্তি কান্ড ঘটিয়ে ফেললেন সানি লিওনি। শুধু তাই নয়, গোটা একটা আঙুল তো কেটে বাদই দিয়ে বসলেন ভুলবশত। বর্তমান পরিস্থিতিতে এরকম ভয়াবহ ব্যাপার ঘটলে ভয় পাওয়াটাই স্বাভাবিক তাই না! আপনি যেন আবার ভয় পাবেন না, কারন উপরের পুরো ঘটনাটিই ছিল একটি প্র্যাঙ্ক। স্বামী ড্যানিয়েলকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এরকম ছলচাতুরির আশ্রয় নিলেন সানি। আর মজাদার ভিডিও বানাতে তো তার জুরি মেলা ভার।

উপরের চিত্রটা তাহলে একটু খোলসা করেই বলা যাক। লকডাউনে ঝিমিয়ে রয়ছেন আমি, আপনি সকলেই। রোজ একঘেয়ে গৃহবন্দি জীবনযাপনে আমরা বড় ক্লান্ত, সোশ্যাল মিডিয়ার সেই ঘ্যানঘ্যানে পোস্ট আর ট্রেন্ড দেখতে ভালো লাগে না। তবু উপায় কি! থাকতে যে হবে বাড়িতেই। অগত্যা আপনার বিনোদনের জন্যই নানান মজাদার ছবি ও ভিডিও নিয়ে হাজির ‘বেবিডল’। সারাদিনে তার নানান মজাদার কীর্তিকলাপ মাতিয়ে রাখছে নেটিজেনদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গৃহবন্দি অবস্থায় মানুষের মুখে হাসি ফোটাতেই তার এই উদ্যোগ। তবে এবার তিনি বানালেন এক প্র্যাঙ্ক ভিডিও, তার স্বামীর অগোচরে। একটি রক্তমাখা নকল কাটা আঙুল টেবিলে রেখে হাতের একটি আঙুলকে কোনোরকমে মুড়ে রেখে রক্তারক্তি হাতে ছুরি নিয়ে চিৎকার শুরু করলেন সানি। স্বামীকে বোঝানোর চেষ্টা করলেন যে ভুলবশত তিনি নিজের হাতের আঙুলটাই কেটে বাদ দিয়েছেন।

স্বামী তো দৌড়ে এসে কান্ডকারখানা দেখে হতবাক, ভয়ে ভয়ে তিনি ধারালো ছুরিটা উত্তেজিতভাবে কেড়ে নেন, ভয় পেয়ে ড্যানিয়েলের যখন নাস্তানাবুদ অবস্থা তখনই সানি জানিয়ে দেন সামনে ক্যামেরা চলছে এবং তিনি একটি প্র্যাঙ্ক শ্যুট করছিলেন। সানির উত্তরে হাফ ছেড়ে বাঁচলেন ড্যানিয়েল, রাগের মাথায় বউকে একটি গালিও দিয়েই ফেললেন। আর এই সমস্ত ঘটনাটি ক্যামেরাবন্দি অবস্থায় ভাইরাল হল নেটদুনিয়ায়। আপনারও কি সেই মজাদার ভিডিওটি দেখতে ইচ্ছে করছে? তাহলে অবশ্যই দেখে নিতে পারেন নীচের পোস্টে।

About Author