Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বয়সকে হার মানালো ইচ্ছাশক্তি, দুর্দান্ত নেচে ভাইরাল হলেন এই বৃদ্ধ, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: বয়স কখনোই ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারে না। সময় ও সুযোগ বুঝে সুপ্ত প্রতিভা প্রকটরূপে বেরিয়ে আসে। আরও একবার সেই দৃষ্টান্তের হদিশ মিলল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। নাচের ভিডিও…

Avatar

কৌশিক পোল্ল্যে: বয়স কখনোই ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারে না। সময় ও সুযোগ বুঝে সুপ্ত প্রতিভা প্রকটরূপে বেরিয়ে আসে। আরও একবার সেই দৃষ্টান্তের হদিশ মিলল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। নাচের ভিডিও দেখতে আমরা কমবেশি সকলেই পছন্দ করি, কিন্তু সেই নাচই যদি হয় একটু অন্যরকম বা নতুন কিছু! ধরুন একজন বৃদ্ধ, বসয়কে হার মানিয়ে অসাধারন নেচে চলেছেন তাহলে বিষয়টা কীরকম দাঁড়াবে? খুব অভিনব তাই না!

এবার সেরকমই এক প্রতিভার সন্ধান পেলাম আমরা। একজন বৃদ্ধ তিনি অনর্গল নেচে চলেছেন। অনন্য, অসাধারন সেই নাচ। কে বলবে তার বয়স পেরিয়েছে যৌবনের কোটা! তার প্রতিটি নৃত্যভঙ্গিমায় অনবদ্য নিপুণতা। হেমন্ত মুখোপাধ্যায় বেশকিছু সুপারহিট গানে লকডাউনের গৃহবন্দি পর্বে সময় কাটালেন এই বৃদ্ধ। যদিও তার পরিচয় নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওর শুরুতেই হেমন্তবাবুর অতি বিখ্যাত গান ‘রানার ছুটেছে রানার’ গানের তালে তাল মিলিয়ে শুরু হয় তার নাচ, এরপর একের পর এক গানে তিনি মেলে ধরলেন নিজ নৃত্যশৈলী। জীবনের এই বয়সে এসেও যে এরকম অভিনব কিছু করা সম্ভব, তা নতুন প্রজন্মের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। এ যেন বর্তমানের কাছে নিজ প্রতিভা প্রদর্শনের এক নতুন দিগন্ত খুলে গিয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে।

ভিডিওটি ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মাধ্যমে আপলোড হওয়ার পরপরই উপছে পড়ছে প্রশংসার বাঁধ, সকলেই তার নাচ দেখে মুগ্ধ, বিশেষত আজকের প্রজন্মও এতে বিশেষ আগ্রহ দেখিয়েছে। সোশ্যাল মিডিয়ার রাজ চলছে ভাইরাল দাদুর নাচ। তিনি উদাহরন হয়ে একবাক্যে বুঝিয়ে দিলেন, “ওল্ড ইজ গোল্ড”। তার সেই নাচের ভিডিও দেখতে ইচ্ছে করছে? আসুন দেখে নিই ভাইরাল দাদুর অসাধারন নাচ, শুধুমাত্র নীচের পোস্টে।

About Author