Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখবে কেন্দ্রীয় প্রতিনিধি দল

রাজ্যে করোনা পরিস্থিতিকে খতিয়ে দেখতে ফের কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গ সহ আরও ১৯টি জেলায় পাঠানো হল প্রতিনিধি দলকে। যদিও এর আগে প্রতিনিধি দলকে রাজ্যের তরফে করোনা পরিস্থিতি সম্বন্ধে সাহায্যের হাত বাড়িয়ে…

Avatar

রাজ্যে করোনা পরিস্থিতিকে খতিয়ে দেখতে ফের কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গ সহ আরও ১৯টি জেলায় পাঠানো হল প্রতিনিধি দলকে। যদিও এর আগে প্রতিনিধি দলকে রাজ্যের তরফে করোনা পরিস্থিতি সম্বন্ধে সাহায্যের হাত বাড়িয়ে না দেওয়াতে বিতর্ক শুরু হয়। কেন্দ্রের পর্যবেক্ষক দলের তরফ থেকে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে রাজ্য তাঁদের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে সাহায্য করছে না। ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে এবিষয় নিয়ে রাজ্যের তরফে কোনো বাক্য শোনা যায়নি।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রথমে যে দল পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি দেখভালের জন্য এসেছিল তাঁদের কাজ ছিল করোনা পরিস্থিতি মূল্যায়ন করা। দ্বিতীয় কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাজ স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত বিষয় রাজ্যকে সাহায্য করা। জানা গিয়েছে, এদিন রাজ্যের কলকাতায় এসে পৌঁছনোর কথা সেন্ট্রাল পাবলিক হেলথ্ টিম নামের এই বিশেষ কেন্দ্রীয় দলটির। দলটিতে রয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লীনা বন্দোপাধ্যায় এবং এই সংস্থার প্রধান মধুমিতা দোবে। এছাড়া কেন্দ্রীয় প্রতিনিধি দলটিতে থাকছেন, বিশিষ্ট চিকিৎসক ও ভাইরোলজিস্টরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে, দেশের ২০টি জেলায় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছে এই বিশেষ কেন্দ্রীয় প্রতিনিধি দলটি। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং রাজ্যগুলি পরিদর্শন করেছেন প্রথম দফার কেন্দ্রীয় পর্যবেক্ষক দলটি। রাজ্যের তরফে অভিযোগ উঠেছিল, কেন্দ্রের পর্যবেক্ষক দল পাঠানোর ব্যপারে রাজ্যকে আগে থেকে অবগত করা হয়নি কেনো। তাই দ্বিতীয় বারের কেন্দ্রীয় প্রতিনিধি দল সোমবার রাজ্যে আসার আগেই রবিবার রাজ্যকে কেন্দ্রের তরফে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় কেন্দ্রীয় প্রতিনিধি দলটি রাজ্যকে সংক্রমণ নিয়ন্ত্রণ ও কনটেইনমেন্ট জোনের বিধি সম্পর্কে সাহায্য করবে।

About Author