স্টাফ রিপোর্টার: লক ডাউনের ফলে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থার কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় রেলমন্ত্রক। এবার পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়িতে নিখরচায় ফেরানোর কথাও এদিন টুইট করে জানালেন বিজেপি সাংসদ সুব্রহ্মণম স্বামী। তিনি এদিন টুইট করে জানান, কেন্দ্রীয় রেলমন্ত্রীর দফতরের মাধ্যমে তিনি জানতে পেরেছেন পরিযায়ী শ্রমিকদের ট্রেনের খরচের ৮৫ শতাংশ দেবে কেন্দ্র সরকার এবং বাকি ১৫ শতাংশ দেবে রাজ্য সরকার।
বিজেপি সাংসদ সুব্রহ্মণম স্বামী এদিন আরও জানান, ‘কেন্দ্র এবিষয়ে কয়েকদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে।’ তবে এমন টুইটের কিছু আগেও সুব্রহ্মণম স্বামী টুইটারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘বিদেশে আটকে পড়া ভারতীয়দের কেন্দ্র সরকার যদি উড়ানের মাধ্যমে বিনামূল্যে দেশে ফিরিয়ে আনতে পারে তবে খেটে খাওয়া শ্রমিকদের জন্য এই সুবিধা থাকবে না কেন? কতটা নির্বোধ সরকার। টিকিটের যা খরচ তা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে কেনো মেটানো হচ্ছে না,’ এমনই সমালোচনা করেন বিজেপি সাংসদ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়া কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গাঁধী ঘোষণা করেন যে, কংগ্রেস পরিযায়ী শ্রমিকের টিকিটের খরচ বহন করবে। যদি কেন্দ্র সরকার অর্ধাহারে থাকা শ্রমিকদের থেকে টিকিটের ভাড়া আদায় করে তবে কংগ্রেস দল সেই ভাড়ার ভাড় বহন করবে। অর্থাৎ এমন দুর্দিনে কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের পাশে আছে বলে আশ্বাস দেন সোনিয়া গাঁধী।