আজ থেকে শুরু হচ্ছে অ্যাপ ক্যাব পরিষেবা। তবে সব ক্ষেত্রে ছাড় মেলেনি। কেন্দ্রের তরফ থেকে কেবল অরেঞ্জ ও গ্রিন জোনে অ্যাপ ক্যাব পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ৪ মে থেকে চালু হচ্ছে পরিষেবা। অরেঞ্জ জোনে যে জায়গাগুলিতে উবের চলবে সেগুলি উল্লেখ করা হয়েছে।
অরেঞ্জ জোনের অমৃতসর, গুরুগ্রাম, পঞ্চকুলা, হুবলি,তিরুচিরাপল্লি, আসানসোল, প্রয়াগরাজ, পদুচেরি, উদয়পুর, ভাপি, কোয়েমবাটোর, ভুবনেশ্বর, কোজিকোড, ম্যাঙ্গালোর, রাজকোট, বিশাখাপত্তনম, দেরাদুন, মেহসানা, গাজিয়াবাদ, নাদিয়াদ, ত্রিশূর, রোহতাক, দুর্গাপুর, মোহালি, তিরুবনন্তপুরম-এ উবের পরিষেবা চালু হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরেড জোনে উবের পরিষেবা পাওয়া যাবে না। Uber Essential এবং Uber Medic পরিষেবা পাওয়া যাবে বিশেষ কিছু জায়গাতে। Uber Essential পরিষেবা পাওয়া যাচ্ছে হায়দরাবাদ, ইন্দোর, বেঙ্গালুরু, ভোপাল, মুম্বই, নাসিক ও লুধিয়ানায়। আর Uber Medic পরিষেবা পাওয়া যাচ্ছে বেঙ্গালুরু, পুনে, পাটনা, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, লখনউ, নয়ডা, আগ্রা, প্রয়াগরাজ, গাজিয়াবাদ, জামশেদপুর, সুরাট এবং গুয়াহাটি ও কলকাতাতেও। উবেরের পক্ষ থেকে বলা হয়েছে যে উবেরের সব কিছু আপডেট পাওয়া যাবে উবের অ্যাপ-এ।