Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি, সমুদ্রতটে জারি হল সতর্কতা

আগামী কয়েকদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্যেও আগামী তিনদিন থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মঙ্গলবার পর্যন্ত এবং ও দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার…

Avatar

আগামী কয়েকদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্যেও আগামী তিনদিন থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মঙ্গলবার পর্যন্ত এবং ও দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার পর্যন্ত।থাকবে কালবৈশাখীর সম্ভাবনাও, যে সব স্থানে ভারী বৃষ্টি হতে পারে সেগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতায় আগামী তিনদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে।

দক্ষিণ আন্দামান সাগরে অবস্থিত নিম্নচাপ যা উত্তর-পশ্চিম অভিমুখে রয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপটি ক্রমশ এগিয়ে যাচ্ছে। এই নিম্নচাপ ৭ মে পর্যন্ত অবস্থান করবে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সেই কারণে মৎস্যজীবীদের বারণ করা হয়েছে সাগরে যেতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোমবার উত্তর ও দক্ষিণ বঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইবে, ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। কলকাতায় রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫১ থেকে ৯৫ শতাংশ।

সোমবার কলকাতায় মেঘলা আকাশ থাকবে ৷ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক, ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেলে মেঘের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে অত্যধিক জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বেশি থাকবে।

About Author