Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ থেকে শর্তসাপেক্ষ খুলবে মদের দোকান, ৩০% দাম বাড়ালো রাজ্য

স্টাফ রিপোর্টার: আজ থেকে রাজ্যে খুলছে মদের দোকান। টানা ৪১ দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলছে মদের দোকান। গ্রিন এবং অরেঞ্জ জোনের পাশাপাশি রেড জোনেও খুলবে মদের দোকান। সকাল…

Avatar

স্টাফ রিপোর্টার: আজ থেকে রাজ্যে খুলছে মদের দোকান। টানা ৪১ দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলছে মদের দোকান। গ্রিন এবং অরেঞ্জ জোনের পাশাপাশি রেড জোনেও খুলবে মদের দোকান। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রিন এবং অরেঞ্জ জোনে খোলা থাকবে মদের দোকান। রেড জোনে আজকে দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে, পরে আবার সময় জানানো হবে। তবে শুধুমাত্র এফএল শপ গুলিই খুলবে। কোনো বার বা রেস্টুরেন্ট খোলা থাকবেনা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছিল সোমবার থেকে শর্তসাপেক্ষ খোলা যাবে মদের দোকান, সেই মতোই আজ থেকে খোলা থাকবে মদের দোকান।

শুধুমাত্র স্ট্যান্ডঅ্যালোন মদের দোকান গুলিই খুলবে। কোনো জনবহুল এলাকা, মার্কেট কমপ্লেক্স, শপিং মলের মদের দোকান গুলো খোলা যাবেনা। স্ট্যান্ডঅ্যালোন দোকান গুলির ক্ষেত্রে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মানতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। আবগারি দপ্তরের তরফে মদের দোকান গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে খদ্দের পিছু এক বোতল করে মদ দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লিতেও আজ খুলছে মদের দোকান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লকডাউনের এই সময়ে মদের দাম ৩০% বাড়িয়েছে রাজ্য সরকার। আবগারি দপ্তরের তরফে নতুন দাম প্রকাশ করা হয়েছে। দোকান গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মদের দাম দোকানের বাইরে লিখে রাখতে। দোকানের কর্মীদের মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, দোকানের বাইরে বোর্ডে লিখে রাখতে বলা হয়েছে, “নো মাস্ক, নো লিটার”। একসাথে পাঁচজনের বেশি লাইনে দাঁড়াতে পারবেনা। মদের দোকান খুললে বাড়তি ভিড় হতে পারে বলে মনে করছে দোকানদাররা। তাই তারা আগেভাগেই পুলিশের দারস্থ হয়েছেন।

About Author