Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হুবহু লতা মঙ্গেশকারের গলায় গান গেয়ে ফেসবুকে ভাইরাল হলেন এই মহিলা, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: গলা শুনলে আপনি বুঝতেই পারবেন না লতা জি'র গলায় গান শুনছেন নাকি অন্য কারোর। সোশ্যাল মিডিয়ার দৌলতে এমনই এক মহিলার আত্মপ্রকাশ ঘটল। তার গান এখন রীতিমতো ভাইরাল সামাজিক…

Avatar

কৌশিক পোল্ল্যে: গলা শুনলে আপনি বুঝতেই পারবেন না লতা জি’র গলায় গান শুনছেন নাকি অন্য কারোর। সোশ্যাল মিডিয়ার দৌলতে এমনই এক মহিলার আত্মপ্রকাশ ঘটল। তার গান এখন রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে। সকলেই এই মহিলার গানের প্রতিভা দেখে প্রশংসায় পঞ্চমুখ। না ইনি রানু মন্ডল নন, তবে সুরের মূর্ছনায় তার কোকিলকন্ঠ কারোর থেকে কোনো অংশে কম নয়।

বয়স প্রতিভাকে কখনোই থামিয়ে রাখতে পারে না। যার প্রমানস্বরূপ রানাঘাটের রানু মন্ডল মুম্বাইয়ে গিয়ে গান রেকর্ড করে এসেছেন জীবনের মাঝবয়সে। এরকম হাজারো সুপ্ত প্রতিভা লুকিয়ে রয়েছে পথচলতি মানুষদের ভিড়ে, যা জানলে হয়তো পরবর্তীতে আমরাই অবাক হই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একটি টিকটক ভিডিওর মাধ্যমেই ছোট্ট অবসরে নিজের গলায় জনপ্রিয় হিট গান ‘তুম বিন জিয়া যায়ে ক্যাইসে’ গাইলেন এই গায়িকা, যা শুনলে আপনার মনে হতেই পারে, যেন লতা দিদি নিজে এই গান গেয়েছেন অন্তত এমনটাই বলছেন নেটিজেনরা। যদিও তুলনা না টেনেই গায়িকার প্রশংসা করছেন বহু ইউজাররা।

ভিডিওটি ফেসবুকে আপলোড হতেই মুহূর্তের মধ্যে তা চলে যায় ভাইরালের তালিকায়। ট্রেন্ড হিসেবে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজগুলিতে ঘুরছে এই ভিডিও। মনমুগ্ধকর সেই গানটি শুনতে ইচ্ছে করছে? তাহলে অবশ্যই একঝলক দেখে নিন এই মন ভালো করা গানের ভিডিওটি, নীচের পোস্টটিতে।

About Author