Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আটকে পড়া শ্রমিকদের ফেরাতে টোল ফ্রি নম্বর চালু করলো রাজ্য

গতকালই লকডাউন বাড়িয়ে ১৭ই মে পর্যন্ত করা হয়েছে। লকডাউন বাড়ানোর ঘোষণা করার সাথে সাথেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালানোর অনুমতিও দেওয়া হয়।…

Avatar

গতকালই লকডাউন বাড়িয়ে ১৭ই মে পর্যন্ত করা হয়েছে। লকডাউন বাড়ানোর ঘোষণা করার সাথে সাথেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালানোর অনুমতিও দেওয়া হয়। রেল মন্ত্রককে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এরপর রেলের তরফে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের সাথে যোগাযোগ করতে বলা হয়। পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাই আজ চালু করা হলো একটি টোল ফ্রি নম্বর। “১০৭০” এই টোল ফ্রি নম্বরে আটকে পড়া শ্রমিকদের ফোন করে জানাতে হবে তাদের নাম এবং কোন রাজ্যে তারা আটকে আছেন। তারপর সরকারের তরফেই নামের তালিকা পাঠিয়ে দেওয়া হবে রেলের কাছে, সেইমতো ট্রেনে ওঠানো হবে শ্রমিকদের।

আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে রাজ্যের তরফে। পিবি সেলিমকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। আটকে থাকা শ্রমিকদের ফেরাতে প্রথমে বাসের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। কিন্তু তাতে বেশিরভাগ রাজ্যেরই সায় মেলেনি, তারপরই বিশেষ ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয় রেলকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রের নির্দেশের পরেই রেলের তরফে আটকে পড়া শ্রমিকদের ফেরার জন্য নিজেদের রাজ্যের সাথে যোগাযোগ করতে বলা হয়। রেলের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৭ই মে পর্যন্ত সমস্ত ট্রেন বন্ধ। কিন্তু আটকে পড়া শ্রমিক, পড়ুয়া, পুণ্যার্থী, পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন চালানো হবে। তবে তার জন্য রাজ্য প্রশাসনের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। রেল আরও জানিয়েছে, ট্রেনের খোঁজে স্টেশনে জমায়েত করা যাবেনা। কোনো ব্যক্তিকে আলাদা ভাবে টিকিট দেবে না রেল। কেবলমাত্র রাজ্য সরকার গুলির পাঠানো লিস্ট দেখেই ট্রেনে তোলা হবে। শুক্রবারই বিশেষ বাসে রাজস্থানের কোটা থেকে পড়ুয়াদের ফেরানো হয়। এবার পরিযায়ী শ্রমিকদের ফেরানোর পালা।

About Author