Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশের ১৮ শতাংশ জেলা রেড জোনের আওতায়, বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রের

কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানদের সঙ্গে বৈঠকের দিনই লক ডাউনের মেয়াদ দীর্ঘায়িত করার ইঙ্গিত মিলেছিল। এবার তা বাস্তবে পরিনত হল শুক্রবার। গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে…

Avatar

কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানদের সঙ্গে বৈঠকের দিনই লক ডাউনের মেয়াদ দীর্ঘায়িত করার ইঙ্গিত মিলেছিল। এবার তা বাস্তবে পরিনত হল শুক্রবার। গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে দেশে আরও দু’সপ্তাহের লক ডাউন বাড়িয়ে তা আগামী ১৭ই মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে দেশে দ্বিতীয় দফার লক ডাউন চলছে যার শেষ দিন আগামীকাল অর্থাৎ ৩রা মে মধ্যরাত। দেশের বেশ কয়েকটি জেলায় যে এখনও করোনার সংক্রমণের সম্ভাবনা প্রবল তা এদিনই বুঝিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনার জেরে এখনও দেশের ১৮ শতাংশ জেলা রেড জোনের আওতায় রয়েছে। আর এখান থেকেই বাড়ছে উদ্বেগ। খবর, দেশের মোট ৭৩৩ জেলার মধ্যে ১৩০ টি জেলা রেড জোনের আওতায়। ২৮৪ টি জেলা অরেঞ্জ জোনে ও বাকি ৩১৯ টি জেলা গ্রিন জোনের মধ্যে রয়েছে। তবে একটিই স্বস্তির বিষয় দেশের বেশিরভাগ জেলাই রয়েছে গ্রিন জোনের মধ্যে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুতরাং, দেশের মোট জেলার ১৮ শতাংশ জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। তবে সরকারি আধিকারিকদের মতে বেশ কিছু জেলা রেড থেকে গ্রিন জোনে চলে এসেছে, আর তা সম্ভব হয়েছে লক ডাউনের ফলে। ফের তৃতীয় দফায় লক ডাউনে হয়তো ইতিবাচক ইঙ্গিতই দেখা যাবে বলে মনে করছেন তাঁরা। কেন্দ্রের দেওয়া নির্দেশে রেড জোন চিহ্নিত জেলাগুলিতে লক ডাউনে কোনোরকম শিথিলতা আনতে পারবে না রাজ্যগুলি।

About Author