Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জানুন মৃত্যুর আগে কি ছিল ঋষি কাপুরের শেষ ইচ্ছা?

কৌশিক পোল্ল্যে: বলিউডের অপূরনীয় ক্ষতি, বিগত ২৯শে ত্রপ্রিল অভিনেতা ইরফান খানের অকালপ্রয়ান ঘটল, সেই শোক কাটিয়ে ওঠার পূর্বেই মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে গত পরশু অর্থাৎ ৩০শে এপ্রিল পৃথিবীর মায়া কাটিয়ে…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউডের অপূরনীয় ক্ষতি, বিগত ২৯শে ত্রপ্রিল অভিনেতা ইরফান খানের অকালপ্রয়ান ঘটল, সেই শোক কাটিয়ে ওঠার পূর্বেই মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে গত পরশু অর্থাৎ ৩০শে এপ্রিল পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন সকলের প্রিয় চিন্টু জি ওরফে ঋষি কাপুর। হিন্দি সিনেমার প্রখ্যাত কাপুর পরিবারের অন্যতম সফল বলিউডি অভিনেতা।

শ্বাসকষ্টজনিত সমস্যায় আগের দিনই মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়, প্রথমদিকে তার অবস্থার খানিক উন্নতি ঘটলেও পরদিন সকালেই তার মৃত্যু ঘটে। চোখে জলের তাকে বিদায় জানান ঘনিষ্ঠজনেরা সেই সঙ্গে পড়ে রইল ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে জড়িত কিছু বিশেষ স্মৃতি। দীর্ঘদিন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন অভিনেতা, যে কারনে বহুমাস আমেরিকার নিউইয়র্কে চিকিৎসাধীন ছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মৃত্যুর আগে একটি শেষ ইচ্ছা ছিল চিন্টু জি’র। যদিও সেই আকাঙ্খিত বাসনা অপূর্ণই রয়ে গেল। তার সেই শেষ ইচ্ছাটি ছিল ছেলে রণবীরের বিয়ে দেখে যাওয়া এবং ভবিষ্যত নাতি নাতনীদের মুখ দেখে যাওয়ার ইচ্ছের কথা একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন অভিনেতা।

তিনি বলেন, “আমি ২৭ বছরেই সেটেলড হয়েছিলাম। রণবীরের বয়স ৩৫ (তখন) হয়ে গেছে, এবার ওর বিয়ে করে নেওয়া উচিৎ। বাড়িতে ছোট ছোট শিশুর আগমনে গোটা ঘর আলোকিত হয়ে থাকবে। আমি এবং আমার পরিবারের অনেকে নিজেদের পছন্দমতো বিয়ে করেছে। আমি চাই রনবীরও নিজের পছন্দ মতোই বিয়ে করুক, এতে আমার কোনো আপত্তি নেই। নিতু (ঋষির স্ত্রী) আলিয়াকে পছন্দ করে, রনবীরও আলিয়াকে খুব পছন্দ করে। ওদের বিয়েটা তাড়াতাড়ি সেরে নেওয়া উচিৎ।” যদিও দাঁড়িয়ে থেকে ছেলের বিয়ে দেখা কিংবা নাতি নাতনিদের মুখ দেখার ইচ্ছা কোনোটাই পূর্ন হল না। তবু সান্ত্বনা, ভারতীয় সিনেমায় নিজের অবদানের জন্য অমর হয়ে থাকবেন ঋষি।

About Author