Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে সাবধানের বার্তা, ফেসবুকের নতুন অতিথি ‘কেয়ার’ ইমোজি

শ্রেয়া চ্যাটার্জি - করোনা ভাইরাস এর কারনে গোটা বিশ্ব জুড়ে মানুষ আতঙ্কিত রয়েছে। কি হবে কেউ জানেনা। কঠিন পরিস্থিতির সময় মানুষ এখন গৃহবন্দী, অনেকটাই সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছেন। মনে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর কারনে গোটা বিশ্ব জুড়ে মানুষ আতঙ্কিত রয়েছে। কি হবে কেউ জানেনা। কঠিন পরিস্থিতির সময় মানুষ এখন গৃহবন্দী, অনেকটাই সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছেন। মনে মনে ভাবছেন, আত্মীয় পরিবার-পরিজনরা ভালো থাকুক, সুস্থ থাকুক। সকলে এই কামনাই করছেন।

ইতিমধ্যেই না লিখে মনের ভাব প্রকাশ করার জন্য ইমোজিগুলো বেশ পরিচিত হয়ে পড়েছে। হলুদ রংয়ের, গোল গোল বলের মত মুখে নানান রকম আদব-কায়দায় ভালোবাসা, মন খারাপ, হতাশা, রাগ দুঃখ, শরীর খারাপ, সবকিছুই একটা ইমোজির মাধ্যমে পাঠিয়ে মনের ভাব প্রকাশ করা যায়। করোনা পরিস্থিতিতে মানুষের প্রতি যত্ন রাখাটা খুব প্রয়োজন। আর সেই কথা মাথায় রেখেই কোনো কথা না বলেই, একটা ইমোজির মাধ্যমে যাতে প্রকাশ করা যায়, তেমনই ব্যবস্থা করল ফেসবুক। গোল গোল মুখের একটা হলুদ রঙের বল হাতের মধ্যে একটি ভালবাসার লাল হৃদয় ধরে রয়েছে। ভালোবাসার মানুষটি যেন যত্নে থাকে ভালো থাকে সুস্থ থাকে এই প্রকাশ করতেই এমন ইমোজির প্রকাশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই নতুন ইমোজি ব্যবহার করতে চাইলে প্লে-স্টোরে গিয়ে ডাউনলোড করলেই আপনি ফেসবুক, মেসেঞ্জারে ইমোজি ব্যবহার করতে পারবেন। করোনার জন্য কতকিছুর পরিবর্তন ঘটবে। মানুষের মনে পরিবর্তন ঘটেছে, পরিবেশে পরিবর্তন ঘটেছে, এবার শেষমেষ যোগ হলো ফেসবুকে নতুন ইমোজি। করোনা মহামারী আমাদের থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু, আমাদের দুঃখ দিয়েছে, ভয় দিয়েছে। ভালো কিছুও দিয়েছে। করোনা একদিন পৃথিবী থেকে বিদায় নেবে, আমরা সকলেই এমনটাই চাই। কিন্তু করোনার যে ভালো দিক আমাদের মধ্যে দিয়ে গেল, তা যেন সকলের মধ্যে চিরকাল বেঁচে থাকে।

About Author