Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হু হু করে বাড়ছে দেশে আক্রান্তের সংখ্যা, মহারাষ্ট্রে ১১ হাজারের বেশি

দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ক্রমেই ভয়ঙ্কর আকার নিচ্ছে এই মারণ ভাইরাস। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা পুরানো…

Avatar

দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ক্রমেই ভয়ঙ্কর আকার নিচ্ছে এই মারণ ভাইরাস। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা পুরানো সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯৩ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। দেশে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে এখনও পর্যন্ত মোট করোনা সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৩৩৬ জন। যার মধ্যে থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৯৫১ জন। এখন মোট করোনা পজিটিভ কেস রয়েছে ২৬ হাজার ১৬৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭১ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৮ জন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা সর্বাধিক। মহারাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০৬ জনের। মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭৯ জন। মহারাষ্ট্রের পরেই গুজরাট। আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭২১ জন। গুজরাটে করোনার বলি হয়েছেন ২৩৬ জন। রাজধানী শহরে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৩৮ জন, মারা গেছেন ৬১ জন।

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৭৯৫ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। এছাড়া অন্যান্য রাজ্যেও করোনা সংক্রমণ বাড়ছে। তার পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। জম্মু- কাশ্মীরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জন।

About Author