স্টাফ রিপোর্টার: দেশ জুড়ে লকডাউন বাড়লো দুই সপ্তাহ। ৪ই মে লকডাউন ওঠার কথা থাকলেও আপাতত তা বেড়ে ১৭ই মে পর্যন্ত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আজ নির্দেশিকা জারি করা হয়েছে এই মর্মে। তবে তৃতীয় দফার এই লকডাউনে ছাড় থাকছে বেশ কিছু ক্ষেত্রে। দেশকে যে তিনটি জোনে ভাগ করা হয়েছিল, সেই অনুযায়ী ছাড় থাকছে বেশ কিছু ক্ষেত্রে। গ্রিন এবং অরেঞ্জ জোন ভুক্ত এলাকায় ছাড় থাকছে বেশ কিছু ক্ষেত্রে, তবে রেড জোন এলাকা গুলিতে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে বলেই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।তৃতীয় দফার লকডাউনে কোন কোন ক্ষেত্রে ছাড় থাকছে না দেখে নিন একনজরে:১) বিমান পরিষেবা: ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল সমস্ত রকমের বিমান পরিষেবাই বন্ধ থাকবে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি না পাওয়া পর্যন্ত। শুধুমাত্র কার্গো বিমানই চলবে।২) রেল পরিষেবা: ১৭ই মে পর্যন্ত দেশে কোনো যাত্রীবাহী ট্রেন চলবে না। লকডাউন বাড়ার নির্দেশিকা জারি হওয়ার কিছু সময়ের মধ্যেই রেল মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে একথা। পণ্যবাহী ট্রেন যেমন চলছিল তেমনই চলবে।৩) মেট্রোরেল পরিষেবা: ১৭ই মে পর্যন্ত মেট্রো শহর গুলিতে মেট্রোরেল পরিষেবাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।৪) এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া: ১৭ই মে পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রকের পারমিশন ছাড়া এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।৫) স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান: ১৭ই মে পর্যন্ত দেশে সব স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গে ১০ই জুন পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।৬) হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, শপিং মল: দেশের সব হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, শপিং মল এমন সমস্ত জায়গা যেখানে ভিড় হয়, সেগুলি বন্ধ থাকবে। সিনেমা হল, যে কোনো ধরনের খেলা, মেলা সব বন্ধ থাকবে। মন্দির, মসজিদ, গীর্জা, গুরুদ্বার সব বন্ধ থাকবে।