Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিশ্বের সমস্ত রেকর্ড ভাঙলো নব্বই দশকের সিরিয়াল ‘রামায়ণ’

এবার জনপ্রিয় ধারাবাহিক রামানন্দ সাগরের 'রামায়ণ'-য়ের পুণঃসম্প্রচারে দর্শক সংখ্যা সারা বিশ্ব জুড়ে রেকর্ড তৈরি করল। এই জনপ্রিয় ধারাবাহিকটি প্রথম টিভিতে সম্প্রচারিত হয় ১৯৮৭ সালের জানুয়ারি মাসে। শেষ হয় পরের বছর…

Avatar

এবার জনপ্রিয় ধারাবাহিক রামানন্দ সাগরের ‘রামায়ণ’-য়ের পুণঃসম্প্রচারে দর্শক সংখ্যা সারা বিশ্ব জুড়ে রেকর্ড তৈরি করল। এই জনপ্রিয় ধারাবাহিকটি প্রথম টিভিতে সম্প্রচারিত হয় ১৯৮৭ সালের জানুয়ারি মাসে। শেষ হয় পরের বছর অর্থাৎ ১৮৮৮ সালের ৩১শে জুলাই। তবে তখনের তুলনায় বর্তমানে পুনরায় সম্প্রচারিত এই ধারাবাহিকটির দর্শক সংখ্যা সমস্ত ধারাবাহিকের দর্শক সংখ্যার থেকে ছাপিয়ে গিয়েছে।

দূরদর্শনের টুইটারে করা একটি টুইটে জানা গিয়েছে, গত ১৬ই এপ্রিল ‘রামায়ন’ ধারাবাহিকের দর্শক সংখ্যা ছিল ৭.৭ কোটি। গোটা দেশ লক ডাউন, যার ফলে নতুন ধারাবাহিকের সম্প্রচার আপাতত বন্ধ, আর এর কারনেই ফিরছে পুরনো দিনের হারিয়ে যাওয়া জনপ্রিয় ধারাবাহিকগুলি। যার মধ্যে অন্যতম রামানন্দ সাগরের ‘রামায়ণ।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গোটা বিশ্বে জুড়ে যেকটি ধারাবাহিক মানুষ দেখেছেন, তার মধ্যে শীর্ষে জনপ্রিয় স্থান অধিকার করেছে দূরদর্শনের পুণঃসম্প্রচারিত ‘রামায়ণ’ ধারাবাহিক। আর এই জনপ্রিয়তাই আদতে প্রমাণ করে দেয় ‘রামায়ণ’ বিশেষ করে টেলি সিরিয়ালের জনপ্রিয়তা। লক ডাউনে ২০২০ সালেই পুণঃসম্প্রচারিত ‘রামায়ণ’ সবচেয়ে বেশি দর্শক দেখেছেন বলে জানিয়েছে দূরদর্শন।

প্রায় ৩৩ বছর পর ফের টিভিতে আবার সম্প্রচারিত হওয়ায় দর্শকেরা উপভোগ করছে এই ধারাবাহিক। গত ২৮শে মার্চ থেকে সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রিয়তায় শীর্ষে থাকার পর ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি)-য়ের তথ্যের ভিত্তিতে জানানো হয়, দূরদর্শন হয়ে উঠেছে সবচেয়ে বেশি দেখা দর্শকের চ্যানেল। আর এই ধারাবাহিক বর্তমানে দিনে দু’বার সম্প্রচারিত হয়।

About Author