Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বালিশের পর বাজারের ব্যাগ দিয়ে শরীর ঢাকার নতুন ট্রেন্ড, দেখুন ছবি

লকডাউনের ফলে গৃহবন্দী সকলে। আর এরমধ্যেই ইনস্টাগ্রামে এল নতুন চ্যলেঞ্জ। নেটিজেনরা এই লক ডাউনের মাঝেই সময় অতিবাহিত করতে এবং একঘেয়েমি হঠাতে নতুন নতুন চ্যলেঞ্জ নিয়ে আসছেন। খুশিতে সময় কাটাচ্ছেন সোশ্যাল…

Avatar

লকডাউনের ফলে গৃহবন্দী সকলে। আর এরমধ্যেই ইনস্টাগ্রামে এল নতুন চ্যলেঞ্জ। নেটিজেনরা এই লক ডাউনের মাঝেই সময় অতিবাহিত করতে এবং একঘেয়েমি হঠাতে নতুন নতুন চ্যলেঞ্জ নিয়ে আসছেন। খুশিতে সময় কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

✨? (bored at the house edition ?)

A post shared by Vitaliia (@vitaliia) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিছুদিন আগেই বালিশ পরিধান করে নতুন চ্যালেঞ্জ এনেছিলেন নেটিজেনরা। পোশাক পরিচ্ছদ নয়, বালিশে ঢাকছেন শরীর। যা ‘কোয়ারেন্টাইন পিলো চ্যালেঞ্জ’ নামে পরিচিতি পায়।

এবার তাকে সরিয়ে এল নতুন চ্যালেঞ্জ, যার নাম ‘শপিং ব্যাগ চ্যালেঞ্জ, যার ফলে এমন বালিশ পরিহিত ছবিতে পুরো ইনস্টাগ্রাম ছেয়ে গিয়েছে এই নতুন চ্যালেঞ্জে। এবার ইনস্টাগ্রাম মডেলরা পোশাক হিসেবে পরছেন বাজার করার ব্যাগ।

তাকেই কায়দা করে শরীর ঢাকছেন এবং ‘শপিং ব্যাগ চ্যালেঞ্জ’ হ্যাশট্যাগ দিয়ে আপলোড করছেন ইনস্টাগ্রামে। অনেকে এই ব্যাগ পরছেন টপ হিসেবে আবার কেউ কেউ দড়ি দিয়ে ব্যাগ বেঁধে পরছেন পোশাক হিসেবে। কেউবা ছোট্ট বাচ্চাদেরও সাজাচ্ছেন।

About Author