Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আবারো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘নন্দী বোনেরা’, দেখুন ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জী- আবারো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী। এর আগেও এই নন্দী বোনেদের পারফরম্যান্সে আমরা অবাক হয়েছি। তারা গানটি ভিডিও করে বলেছেন, এই অবস্থাতে প্রত্যেকেই এখন…

Avatar

শ্রেয়া চ্যাটার্জী- আবারো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী। এর আগেও এই নন্দী বোনেদের পারফরম্যান্সে আমরা অবাক হয়েছি। তারা গানটি ভিডিও করে বলেছেন, এই অবস্থাতে প্রত্যেকেই এখন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রত্যেকটি দিন কাটাচ্ছেন লড়াই করে। তাই একটু খানি আনন্দ দিতে তারা তাদের নতুন গান নিয়ে হাজির হয়েছেন। মহারাষ্ট্র বাসীকে তারা ‘শুভ মহারাষ্ট্র দিবস’ ও বলেছেন।

তারা এমন গানের মাধ্যমে প্রত্যেকের মুখে একটু হাসি ফোটাতে চেয়েছেন। তাদের এমন উদ্যোগকে কুর্নিশ জানাতে। দুই বোনের মধ্যে একজন পড়েছেন লাল টুকটুকে শাড়ি, আরেকজন ঘিয়ে আর লাল শাড়িতে একেবারে সেজেগুজে তাদের ব্যালকনিতে দাঁড়িয়ে প্রিয় যন্ত্রটিকে হাতে নিয়ে পায়ে ঘুঙুর পরে দিব্যি তাল দিতে দিতে গিয়ে ফেলেছেন পছন্দের গান। তাদের ভাষা সকলে না বুঝলেও তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। মনের মিল থাকলে ভাষায় কি বা এসে যায়। এইরকম পরিস্থিতিতে মানুষ চাইছে একটু ভালো থাকতে। গানের সুরেতেই তারা ভুলিয়ে দিয়েছেন মানুষের মন। এই বা কম কি?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্ব জুড়ে কার্যত লকডাউন চলছে, মানুষ এখন গৃহবন্দী। তাই ভালো সময় কাটাতে বা মন ভালো রাখতে মানুষ কত কি না করছে। বিদেশ থেকে স্বদেশ সবজায়গাতেই চিত্রটা অনেকটা একরকম। এক অ্যাপার্টমেন্ট থেকে অন্য অ্যাপার্টমেন্টে সুরের মাধ্যমে মানুষ মিলিত হচ্ছেন। কেউ গান গাইছেন কেউবা আবার যন্ত্রসংগীত বাজাচ্ছেন। অদ্ভুত আবহ তৈরি হয়েছে। এতদিন যে যন্ত্রসংগীতে ধুলো পড়ছিল অথবা সময়ের অভাবে গলায় মরচে পড়ে গিয়েছিল আজ সেইসব সারিয়ে নিয়ে একটু ঝালিয়ে নেওয়া। এইসবের জন্য করোনাকে ধন্যবাদ জানাতে হয়। এ বিশ্ব একদিন করোনা মুক্ত হবে, একথা সত্য। কিন্তু করোনা যে ভালো দিক মানুষের মধ্যে দিয়ে গেল তার জন্য তার একটা ছোট্ট ধন্যবাদ পাওনা আছে।

About Author