Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পিতার শেষকৃত্যে স্টাইলিস ছেঁঁড়া জিন্স! সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার রনবীর কাপুর

কৌশিক পোল্ল্যে: আজ সকালেই জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরের জীবনাবসান ঘটে, বয়স হয়েছিল ৬৭ বছর। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন এই…

Avatar

কৌশিক পোল্ল্যে: আজ সকালেই জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরের জীবনাবসান ঘটে, বয়স হয়েছিল ৬৭ বছর। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন এই প্রবীন অভিনেতা।

এই মর্মে আমেরিকার নিউ ইয়র্কে চিকিৎসার জন্যও ছিলেন বেশ কয়েক মাস, এরপর খানিকটা সুস্থ হয়ে তিনি দেশে ফিরে আসেন। সবকিছু চলছিল স্বাভাবিক ছন্দেই। এরপর গতকাল হঠাৎই শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি সম্পর্কে ওয়াকিবহল ছিলেন সংবাদসংস্থা পিটিআই। এ খবর অভিনেতার ভাই রনধীর কাপুর প্রকাশ্যে আনেন। তার পরপরই অভিনেতা পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকের পথে পাড়ি দেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তার শেষকৃত্যের পূর্বে বিভিন্ন আচার মূলক অনুষ্ঠানে সামিল হন পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠজনেরা। সেখান থেকেই একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়। ছবিতে অভিনেতার পুত্র রনবীর কাপুরের পরনে ছিল স্টাইলিস ছেঁড়া জিন্স, যা দেখে বেজায় চটেছেন একদল নেটিজেনরা।

তারা বলেন, পিতার শেষকৃত্যে এরকম পোশাক পরা রনবীরের উচিৎ হয়নি। যদিও এই মন্তব্য মানতে নারাজ বহু ইউজার; যাদের বক্তব্য, অন্তরের শ্রদ্ধাটাই মূল বিষয়, পোশাক দিয়ে কারোর ব্যক্তিগত আবেগ বিচার করা যুক্তিযুক্ত নয়।

About Author