Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবাক ঘটনা! মা পাঠিয়েছিলেন বাজারে, ছেলে ফিরে এলো বউ সাথে নিয়ে

শ্রেয়া চ্যাটার্জি - লকডাউন এর বাজারে ছেলে বাজার করতে গিয়ে বউকে নিয়ে ঘরে ফিরেছে। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের সাহিবাবাদে। খুব স্বাভাবিকভাবেই হঠাৎ করে বিয়ে করাতে মায়ের খুব আপত্তি।…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – লকডাউন এর বাজারে ছেলে বাজার করতে গিয়ে বউকে নিয়ে ঘরে ফিরেছে। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের সাহিবাবাদে। খুব স্বাভাবিকভাবেই হঠাৎ করে বিয়ে করাতে মায়ের খুব আপত্তি। মা ঘরের মধ্যে ঢুকতেই দেয়নি ছেলেকে। এমন ঘটনা দেখে মা সোজা চলে গেছেন থানায়, ছেলের নামে অভিযোগ করতে। কত রকম মজার ঘটনা ঘটছে চারিদিকে। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায়।

ছেলেটির মা তাকে দোকানে পাঠিয়েছিলেন কিছু ঘরের জিনিসপত্র আনার জন্য, তার বদলে ছেলে বউ নিয়ে ঘরে তুলল। ছেলেটির মা এমন ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। কয়েক মাস আগে আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন গুড্ডু আর সাবিত্রী। লকডাউন এর জন্য তারা কোন রকম আইনের প্রমাণ সমেত সার্টিফিকেট পাচ্ছিলেন না। মন্দিরে বিয়ে করার পরে গুড্ডু তার বউকে নিয়ে হরিদ্বার থেকে দিল্লিতে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিলেন। ভেবেছিলেন কিছুদিন পরে বাড়িতে নিয়ে আসবেন। তাদের সমস্ত আশায় জল ঢেলে দিল এই করোনা ভাইরাস। শুরু হলো করোনার জন্য লকডাউন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাই বউকে বাধ্য হয়ে দিল্লির ভাড়া বাড়িতেই রাখতে হচ্ছিল। কিন্তু হঠাৎ করে বাড়ির মালিক বাড়ি খালি করতে বলে। গুড্ডু কি করবে ভেবে না পেয়ে, তাই তার বউকে বাড়িতে নিয়ে চলে আসে। তবে আশা করা যাচ্ছে, লকডাউন উঠে গেলেই আইনসম্মতভাবে একটি ম্যারেজ সার্টিফিকেট দম্পতির হাতে আসবে। করোনা ভাইরাস এর জন্য মানুষ কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে। তাই মানুষের মাথায় কতই না নানান রকম বুদ্ধি খেলছে। চারিদিকে দুঃখ কষ্টের মাঝেও সোশ্যাল মিডিয়ার মারফত এ ধরনের ঘটনা গুলো দেখলে মনটা খানিকটা ভারমুক্ত হয়। শত খারাপের মাঝেও মজার ঘটনা মনকে খানিকটা শান্তি দিচ্ছে।

About Author