Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যু ১১ জনের, বাড়ছে আক্রান্তের সংখ্যা

বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭২ জন। নতুন করে করোনাতে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। তার সাথে মৃতের একলাফে ২২ থেকে বেড়ে…

Avatar

বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭২ জন। নতুন করে করোনাতে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। তার সাথে মৃতের একলাফে ২২ থেকে বেড়ে ৩৩ হয়েছে। একদিনে রাজ্যে রেকর্ড মৃত্যু হয়েছে ১১ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ জন। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯ জন। এই ৩৭ জনের মধ্যে বেশিরভাগ কলকাতা, হাওড়া, হুগলি থেকে আক্রান্ত হয়েছেন।

রাজ্যে ল্যাবের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ টি, তবে আরও ২ টি ল্যাব রেডি করা হচ্ছে। সরকারি কোয়ারেন্টিনে আছেন ৫ হাজার ২৮৮ জন। আর হোম কোয়ারেন্টিনে আছেন ১০ হাজার ৭৭৩ জন। রাজ্যে করোনা হাসপাতালের সংখ্যাও বাড়ানো হয়েছে। এখন মোট বাংলায় ৬৭ টি করোনা হাসপাতাল আছে। কলকাতাতে আরও ১ টি হাসপাতাল বাড়ানো হয়েছে। কলকাতায় মোট ২৬৪ টি কনটেনমেন্ট জোন রয়েছে। আর হাওড়ায় ৭২ টি ও উত্তর ২৪ পরগনার ৭০ টি কনটেনমেন্ট জোন রয়েছে। আর রাজ্যে রেড জোন হল- কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর পাশাপাশি এটাও বলা হয়েছে অডিট কমিটি এখনও পর্যন্ত ১০৫ টি মৃত্যুর খবর জানিয়েছে। যার মধ্যে ৩৩ টি মৃত্যু হয়েছে করোনার জন্য। আর বাকি ৭২ টি মৃত্যু হয়েছে অন্যান্য রোগের কারণে।  এর সাথে ৩ তারিখের পর কি করা হবে সেই বিষয়ের কোনো গাইডলাইন এখনও কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকার পাইনি বলে আজ বৈঠকে জানিয়েছেন।

About Author