করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফায় লকডাউন জারি রয়েছে গোটা দেশে। যা শেষ হবে ৩ রা মে। পরদিন ৪ ঠা মে থেকে দেশের বিভিন্ন অংশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানাল কেন্দ্র। এক নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়েছে, দেশের বিভিন্ন জেলায় লকডাউন শিথিল করার চিন্তাভাবনা করছে সরকার। ৪ ঠা মে থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র ট্যুইট করে লকডাউন শিথিল করার বিষয়টি সামনে আনেন। তবে কোন কোন জেলায় শিথিল করা হবে লকডাউনের বিধিনিষেধ সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই মুখপাত্রের বক্তব্য অনুসারে, দ্বিতীয় দফায় লকডাউনের সময়সীমা শেষ হওয়ার আগেই এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবে সরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকেন্দ্রের এই নির্দেশিকা একটা বিষয় পরিষ্কার যে, ৩ রা মে-র পর একসঙ্গে লকডাউন উঠছে না সারা দেশে। দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলায় লকডাউন তুলে হিতে-বিপরীত হতে পারে। তবে যেহেতু দেশের সমস্ত এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়েনি, তাই রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে ভাগ করে লকডাউন তুলতে আগ্রহী হবে সরকার। দেশের অর্থনীতিকে বাঁচাতে করোনা সংক্রমণের তালিকায় গ্রিন জোনে থাকা জেলাগুলোতে লকডাউন তুলে নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।