Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গ্রাহকদের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা দিচ্ছে Jio, জানুন অফারটি কীভাবে পাবেন

রিলায়েন্স জিও সংস্থা নিয়ে এলো এমন একটি অফার, যেখানে কিছু নির্বাচিত প্রিপেইড গ্রাহকদের দেওয়া হবে প্রতিদিন ২ জিবি করে ডেটা। এই অফারের বৈধতা ৪ দিন। 'জিও ডেটা প্যাক' এর আওতায়…

Avatar

রিলায়েন্স জিও সংস্থা নিয়ে এলো এমন একটি অফার, যেখানে কিছু নির্বাচিত প্রিপেইড গ্রাহকদের দেওয়া হবে প্রতিদিন ২ জিবি করে ডেটা। এই অফারের বৈধতা ৪ দিন। ‘জিও ডেটা প্যাক’ এর আওতায় বিনামূল্যে এই ডেটা দেওয়া হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন জিও গ্রাহক দাবী করছেন যে তারা এই অফারটি পেয়েছেন।

তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই অফারটি সবাই পাবে না কিছু নির্বাচিত গ্রাহকই এটি পাবে। এছাড়া পোস্টপেইড গ্রাহকদের জন্যেও এটি উপলব্ধ নয়। কিছু জিও গ্রাহক জনিয়েছেন যে, এই অফারটি ৪ দিনের জন্য বৈধ। অর্থাৎ, যদি কোনো গ্রাহক ১লা মে এটি পেয়ে থাকে তবে সেটির বৈধতা ৪ঠা মে পর্যন্ত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসুন জেনে নিই কোনো গ্রাহক অফারটি পেয়েছে কিনা তা কীভাবে বোঝা যাবে-

১. প্রথমেই জিও প্রিপেইড গ্রাহকদের “মাইজিও” অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করতে হবে।

২. লগ ইন হয়ে গেলে তারপর ‘মাই প্ল্যান” অপশনটিতে যেতে হবে।

৩. যদি কেউ অফারটি পেয়ে থাকে, তবে সেখানে এর মেয়াদসহ অফারটি উল্লেখ করা থাকবে।

About Author