Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অল্প লক্ষণ দেখা দিলে হোম আইসোলেশনে থাকার নির্দেশ, নির্দেশিকা জারি কেন্দ্রের

হোম আইসোলেশনে থাকার বিষয়ে এবার নতুন গাইডলাইন দিলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। রোগীদের চারটি ভাগ যথা- অতি অল্প লক্ষণ, অল্প লক্ষণ, মাঝারি লক্ষণ ও মারাত্মক লক্ষণ এগুলিতে ভাগ করে সেই…

Avatar

হোম আইসোলেশনে থাকার বিষয়ে এবার নতুন গাইডলাইন দিলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। রোগীদের চারটি ভাগ যথা- অতি অল্প লক্ষণ, অল্প লক্ষণ, মাঝারি লক্ষণ ও মারাত্মক লক্ষণ এগুলিতে ভাগ করে সেই অনুযায়ী পাঠানো হবে হাসপাতাল বা কোভিড কেয়ার সেন্টারে।

যাদের অতি অল্প এবং অল্প মাত্রায় লক্ষণ রয়েছে তাদের হোম আইসোলেশনে থাকার কথা বলা হচ্ছে। তবে তার জন্যে মানতে হবে কিছু গাইডলাইন। সেগুলি হলো –

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. কোনো ব্যক্তির অল্প লক্ষণ দেখা দিলে তাকে যদি মেডিক্যাল অফিসার অনুমতি দেয় তবেই সে বাড়িতে থাকতে পারবে ৷

২. যারা সেলফ আইসোলেশনে থাকবে তাদের পরিবারের বাকি সদস্যদেরও থাকতে হবে কোয়ারেন্টাইনে ৷

৩. যিনি আইসোলেশনে থাকবেন তাকে নিয়ম অনুযায়ী হাইড্রক্সিক্লোরোকুইন খেতে হবে।

৪. রোগীর দেখাশোনা করার জন্য একজন সেবা প্রদানকারী থাকবেন সবসময়। যিনি হাসপাতালে সমস্ত তথ্য পাঠাবেন।

৫. সরকারের আরোগ্য সেতু অ্যাপটি সবসময় চালু রাখতে হবে।

৬. আক্রান্ত ব্যক্তি নিজের অবস্থা সম্পর্কে জেলার আধিকারিককে নিয়মিত জানাবেন।

৭. রোগীর যদি শ্বাসকষ্ট, যন্ত্রণা, বুকের কাছে চাপ, মুখ ও ঠোঁটের রঙে পরিবর্তন হয় তাহলে শীঘ্রই চিকিৎসা পরিষেবা চাইবেন ৷

অন্যদিকে যারা সেবা প্রদান করবেন, তাদেরও কিছু নিয়ম মানতে হবে। যেগুলি হলো –

১. সবসময় মাস্ক পরতে হবে।

২. গ্লাভস পরা ও খোলার সময় স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

৩. রোগীর নিঃশ্বাস কোনোভাবেই স্পর্শ করা যাবে না।

৪. প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং পর্যাপ্ত মাত্রায় বিশ্রাম নিতে হবে।

৫. শারীরিক দিকে লক্ষ্য রাখতে হবে।

About Author