Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজারে আসছে জিওমার্ট, লকডাউনে শপিং করতে জেনে নিন ৮ টি গুরুত্বপূর্ণ তথ্য

গত সপ্তাহে রিলায়েন্স গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ই-কমার্স প্ল্যাটফর্ম জিওমার্ট। তবে এখুনি সারা দেশে পরিষেবা শুরু করছে না তারা। নেভি মুম্বাই ও কল্যাণের মতো…

Avatar

গত সপ্তাহে রিলায়েন্স গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ই-কমার্স প্ল্যাটফর্ম জিওমার্ট। তবে এখুনি সারা দেশে পরিষেবা শুরু করছে না তারা। নেভি মুম্বাই ও কল্যাণের মতো শহরগুলোতে পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে জিওমার্টের অনলাইন পরিষেবা। এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে শপিং করতে হলে ৮ টি গুরুত্বপূর্ণ তথ্য এখুনি জেনে নেওয়া জরুরি।

১. এখনও পর্যন্ত কোন ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করেনি জিওমার্ট। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জিনিসপত্রের অর্ডার দিতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. +৯১ ৮৮৫০০ ০৮০০০ নাম্বারে ‘হাই’ লিখে মেসেজ করলে মিলবে লিঙ্ক। সেখান থেকেই অর্ডার দিতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র।

৩. এই লিঙ্ক কার্যকর থাকবে ৩০ মিনিটের জন্য। ফলে প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করেই মেসেজ করুন।

৪. প্রয়োজনীয় জিনিসপত্রের অর্ডার দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তা পৌঁছে দেবে জিওমার্ট।

৫. অন্যান্য সংস্থার মতো অর্ডার করা জিনিসপত্র বাড়িতে পৌঁছাবে না জিওমার্ট। নিকটবর্তী মুদির দোকানে পৌঁছে দেবে তারা। সেখান থেকে সংগ্রহ করতে হবে গ্রাহককে।

৬. এখনও অনলাইন পেমেন্টের সুবিধা চালু করেনি জিওমার্ট। ফলে, ওই মুদির দোকানে গিয়েই করতে হবে পেমেন্ট।

৭. বর্তমানে শুধুমাত্র নেভি মুম্বাই ও কল্যাণে চালু হচ্ছে জিওমার্টের পরিষেবা।

৮. পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে জিওমার্ট। তাই শুধুমাত্র খাবারদাবার ও মুদিখানার জরুরি জিনিসপত্র ছাড়া এই মুহূর্তে মিলবে না অন্য কিছু।

About Author