Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা থেকে খুব সহজে রেহাই মিলবে না, শিশুদের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ WHO-র

করোনা নামক মারণ ভাইরাস থেকে খুব সহজে মিলবে না রেহাই। এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভয়ংকর আশঙ্কা প্রকাশ করে সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে…

Avatar

করোনা নামক মারণ ভাইরাস থেকে খুব সহজে মিলবে না রেহাই। এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভয়ংকর আশঙ্কা প্রকাশ করে সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলেন, “করোনার ফলে যে বিশাল ক্ষতি হচ্ছে তাতে আমরা খুবই চিন্তিত। খুব সহজে এই মহামারি বিদায় নেবে না। আমাদের অনেক লড়াই করতে হবে।”

বিশেষ করে আফ্রিকা, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার কিছু দেশে করোনার যে পরিমাণ সংক্রমণ হচ্ছে তাতে চিন্তায় ফেলেছে এই সংস্থাকে। করোনার প্রভাব পড়ছে অন্যান্য চিকিৎসা পরিষেবায়। ম্যালেরিয়ার মতো ভয়ংকর রোগের চিকিৎসার মাঝখানে কাঁটা হতে পারে করোনা। বিশ্বজুড়ে যে লকডাউন ঘোষিত হয়েছে এর জেরে ইতিমধ্যেই ২১টি দেশে ম্যালেরিয়া-সহ কয়েকটি মারণ রোগের টিকার অভাব দেখা গেছে। ফলে আগামী প্রজন্মের শিশুদের নিয়ে চিন্তায় ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুধু এখনই নয় এর আগেও করোনা নিয়ে বারবার সতর্ক করেছে এই সংস্থা। ভবিষ্যতে হয়তো অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারে সবাই। কারণ, আফ্রিকা ও অন্যান্য অনুন্নত দেশে যেখানে স্বাস্থ্য পরিষেবা খুবই শোচনীয় সেখানে, সংক্রমণ আটকানো সম্ভব নয়। উল্লেখযোগ্য, এই ভয়ংকর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য, যেসব দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়। সেখানে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলার, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।

About Author