দেশনিউজ

মাস্ক না পরার অভিযোগ, সিআরপিএফ জওয়ানকে চেন দিয়ে আটকে রাখা হল থানায়

Advertisement
Advertisement

করোনা সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এবার এই মাস্ক না পরার অভিযোগে এক সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করে থানায় চেন দিয়ে আটকে রাখার ঘটনা ঘটলো। ঘটনাটি কর্ণাটকের বেলাগাভি শহরের। ওই জওয়ানকে আটকে রাখার ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক।

Advertisement
Advertisement

জানা যাচ্ছে, সিআরপিএফের কোবরা ব্যাটালিয়নের ওই জওয়ানের নাম সচিন সাওয়ান্ত। এখন ছুটিতে বাড়িতে ছিলেন তিনি। গত ২৩ এপ্রিল মাস্ক না পরে তিনি রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। সেই সময় ওই এলাকায় কর্তব্যরত দুই পুলিশকর্মী তাঁকে জিজ্ঞেস করেন তিনি মাস্ক না পরে কেন ঘুরছেন। এর উত্তরে ওই জওয়ান পুলিশকর্মীদের সাথে বচসা শুরু করে দেয়। এমনকি পুলিশকর্মীদের গায়ে হাতও তোলে সচিন।

Advertisement

পুলিশ কর্মীদের উদ্যেশ্যে সচিন বলেন, “আমি একজন সিআরপিএফ জওয়ান, আপনাদের নির্দেশ আমি কখনোই মানবো না।” এরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে তোলে। যদিও ওই জওয়ানের পরিবার অন্য কথা বলছে। তাদের কথা অনুযায়ী, ঘটনার দিন নিজের বাড়ির সামনে বাইক পরিষ্কার করছিলেন সচিন। সেখানেই দুই পুলিশকর্মী এসে বসচা বাধায়। তারপর সচিনকে খালি পায়ে থানায় তুলে নিয়ে যাওয়া হয়।

Advertisement
Advertisement

এই ঘটনার কথা এবং ছবি সামনে আসতেই সিআরপিএফের তরফে কর্ণাটক পুলিশের ডিজিপিকে চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয়, ওই জওয়ানের সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে এবং তাকে চেন দিয়ে আটকে রাখা হয়েছে। সিআরপিএফ আরও জানিয়েছে, গ্রেপ্তার করার আগে সিআরপিএফকে জানানো উচিত ছিল কর্ণাটক পুলিশের। সূত্র মারফত জানা যাচ্ছে, ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সিআরপিএফ।

Advertisement

Related Articles

Back to top button