Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কবে ভারতে আসছে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা? জানালেন অক্সফোর্ডের গবেষকরা

মারণ রোগ কোভিড ১৯ থেকে বাঁচতে চেষ্টার ত্রুটি রাখছে না গোটা বিশ্বের বিজ্ঞানীরা। কোভিড ১৯ সৃষ্টিকারী করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে প্রাণপাত করে চলেছেন তারা। এমন অবস্থায় বিশ্ববাসীকে আশার আলো দেখাচ্ছেন…

Avatar

মারণ রোগ কোভিড ১৯ থেকে বাঁচতে চেষ্টার ত্রুটি রাখছে না গোটা বিশ্বের বিজ্ঞানীরা। কোভিড ১৯ সৃষ্টিকারী করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে প্রাণপাত করে চলেছেন তারা। এমন অবস্থায় বিশ্ববাসীকে আশার আলো দেখাচ্ছেন অক্সফোর্ডের জেনার ইন্সটিটিউটের গবেষকরা। তাদের তৈরি করা করোনার প্রতিষেধক টিকা ইতিমধ্যে মানবদেহে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে। তবে, ঠিক কবে নাগাদ বাজারে আসছে সেই টিকা, তা নিয়ে ভালো খবর শোনালেন অক্সফোর্ডের ওই ইন্সটিটিউটের গবেষকরা।

যে ভাবে কাজ এগোচ্ছে, তাতে আগামী সেপ্টেম্বরের মধ্যেই বিশ্ববাসীর কাছে ওই প্রতিষেধক টিকা পৌঁছে দিতে পারবেন বলে জানিয়েছেন গবেষকরা। ইন্সটিটিউট সূত্রে খবর, মে মাসের মাঝামাঝি থেকে এখনও পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে ওই টিকা। সংবাদসংস্থা নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নিয়ামক সংস্থার ছাড়পত্র পেয়ে গেলে আগামী সেপ্টেম্বরেই এই টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্রতিষেধক টিকা তৈরির কাজে যুক্ত অন্যতম গবেষক ভিনসেন্ট মুনস্টার জানিয়েছেন, ‘পরীক্ষাগারে এই টিকা প্রয়োগের পর বাঁদরগুলো মাত্র ২৮ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে।’ অবশ্য বাঁদরের শরীরে কাজ করেছে বলে যে মানুষের শরীরেও কাজ দেবে তেমনটা মনে করছেন না তিনি। তবে সর্বোচ্চ নিয়ামক সংস্থা রাষ্ট্রসংঘ এ বিষয়ে আশাবাদী। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুয়েতারেস জানিয়েছেন, ‘পরীক্ষাধীন এই প্রতিষেধক টিকাটি বিশ্ববাসীর ভালোর জন্যই ব্যবহার করা হবে। যাতে সবার কাছে এই টিকা পৌঁছাতে পারে, সেজন্য এর দামও কম রাখা হবে।’

About Author