Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভিনরাজ্যে আটকে পড়া পড়ুয়া ও শ্রমিকদের দ্রুত ঘরে ফিরিয়ে আনার আশ্বাস মমতার

এবার পরিযায়ী শ্রমিক ও পড়ুয়াদের রাজ্যের ফিরিয়ে আনার ব্যপারে তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগে আর্থিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার তাদের নিজেদের রাজ্যে ফিরিয়ে…

Avatar

এবার পরিযায়ী শ্রমিক ও পড়ুয়াদের রাজ্যের ফিরিয়ে আনার ব্যপারে তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগে আর্থিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার তাদের নিজেদের রাজ্যে ফিরিয়ে আনতে উদ্যোগী হলেন তিনি। এব্যাপারে টুইট করেন তিনি। সোমবার টুইট করে এমন ভাবেই ফের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

ইঞ্জিনিয়ারিং-য়ের জন্য প্রস্তুতি নিতে গিয়ে রাজস্থানের কোটায় আটকে পড়েছেন রাজ্যের বহু পড়ুয়া। এছাড়া লক ডাউন ঘোষণার ফলে ভিন রাজ্যে শ্রমিক সহ আরও চেন্নাই এবং ভেলোরের চিকিৎসার জন্য আটকে পড়েছেন অনেকে। এবার তাদের ঘরে ফেরানো নিয়েই আশ্বাস দিলেন মমতা। তিনি টুইটের মাধ্যমে জানিয়েছেন, কোটায় প্রায় আড়াই থেকে তিন হাজার পড়ুয়া আটকে রয়েছে। তাদের রাজ্যে ফেরানোর জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বিশেষ বাসের মাধ্যমেই তাঁরা রাজ্যে ফিরতে পারবেন। এছাড়া যেসব শ্রমিকেরা ভিনরাজ্যে আটকে পড়েছেন তাঁদের রাজ্যে ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। তবে তার আগে কেন্দ্রের নির্দেশ প্রয়োজন। আর এরপরেই মমতা আবার টুইট করে জানান, ‘রাজ্যের যেসব মানুষ দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন তাদের আমি নজর রাখছি।’ তিনি ফের টুইট করে জানান, ‘আমি থাকতে রাজ্যের মানুষ নিজেকে অসহায় মনে করবেন না। যতটুকু সরকারি সাহায্যের প্রয়োজন করব। সরকারি আধিকারিকদের এব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি।’

About Author