Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের মধ্যে অনলাইনে বিয়ে করলেন বর-কনে, পুরোহিত মন্ত্র পড়ল ভিডিওতে

ভারতবার্তা ওয়েবডেস্ক: এবার অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হল বিয়ে। লকডাউনের ফলে গোটা দেশে যান চলাচল স্তব্ধ। করোনা ভাইরাসের ফলে ঘরবন্দী মানুষ। এদিকে মুম্বাইয়ের সুশেন ড্যাং ও বরেলির কৃতি নারাংয়ের বিয়ের…

Avatar

ভারতবার্তা ওয়েবডেস্ক: এবার অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হল বিয়ে। লকডাউনের ফলে গোটা দেশে যান চলাচল স্তব্ধ। করোনা ভাইরাসের ফলে ঘরবন্দী মানুষ। এদিকে মুম্বাইয়ের সুশেন ড্যাং ও বরেলির কৃতি নারাংয়ের বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল আগেই। তাই দিনক্ষণ তিথি মেনে ঠিক হওয়া সেই তিথিতেই হবে বিয়ে। আর সেই কারনেই জুম অ্যাপের মাধ্যমে বিয়ে হল উভয়ের। মুম্বাইয়ে নিজের বাড়িতে ছিলেন বর। পরেছিলেন মায়ের ওড়না দিয়ে মাথায় পাগড়ি। অপরদিকে কনে ছিলেন বরেলিতে। তিনি পরেছিলেন মায়ের বিয়ের লেহেঙ্গা।

এরপর পুরোহিত রায়পুর থেকে বিয়ে দিলেন উভয়ের। জুম অ্যাপের মাধ্যমে আরও বাকি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন বিয়ের সময়। যদিও আগেই মেকাপ, পোশাক, অনুষ্ঠান পর্ব সবই ছিল পরিকল্পনা মাফিক। কিন্তু বাঁধ সাধল করোনা ভাইরাস। আর লক ডাউনের ফলে পূর্ব পরিকল্পনা মতন বিয়ে হওয়ার আর সুযোগ নেই। অবশেষে জুম অ্যাপে অনলাইনেই বিয়ে সারলেন তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার পর সকল গুরুজনেরা উভয়কে আশীর্বাদ করলেন। জুম অ্যাপের মাধ্যমে এমন বিয়ের পর আনন্দিত সুশেন। এরপর গানের তালে চলল নাচ। তবে সবাই যে যার নিজের বাড়িতে। এরপর খাওয়া দাওয়ার সামগ্রী পৌঁছে গেল অনলাইনের মাধ্যমে। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী সুশেন বলছেন, তার বিয়ে এমন ভাবে অনুষ্ঠিত হবে তা তিনি কল্পনাও করেননি। তাই স্বভাবতই উচ্ছসিত সকলে।

About Author