Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৫ সেকেন্ডেই করোনার চিহ্নিতকরণ, নয়া পদ্ধতির আবিষ্কার অধ্যাপকের

শ্রেয়া চ্যাটার্জি - গোটা বিশ্বজুড়েই গবেষকরা নানান রকম ভাবে করোনা ভাইরাস কে জব্দ করার কিংবা সহজে করোনা ভাইরাস ধরতে পারা যায় কি করে তার পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। ভারতে মাত্র ৫…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্বজুড়েই গবেষকরা নানান রকম ভাবে করোনা ভাইরাস কে জব্দ করার কিংবা সহজে করোনা ভাইরাস ধরতে পারা যায় কি করে তার পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। ভারতে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে Xray স্ক্যানিংয়ের মাধ্যমে ধরা পড়বে করোনা ভাইরাস এ কেউ আক্রান্ত কিনা। অধ্যাপক কামাল জাইন, তিনি রুড়কি আই.আই.টির অধ্যাপক, তিনি অসাধারণ একটি পদ্ধতি তৈরি করেছেন। যেখানে X- ray scanning এর মাধ্যমে মাত্র ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যে জানা যাবে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।

৫ সেকেন্ডেই করোনার চিহ্নিতকরণ, নয়া পদ্ধতির আবিষ্কার অধ্যাপকের

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভাগের অধ্যাপক হওয়া সত্বেও তিনি জানান, ৬০,০০০ রোগী চেস্ট এক্স-রের মাধ্যমে করোনা ভাইরাস খুব সহজ ভাবেই ধরা পড়েছে। তিনি জানান সাধারণত মৃত্যুর কারণ হচ্ছে সাংঘাতিক নিউমোনিয়া। তবে যে সমস্ত নিউমোনিয়া রোগীদের জীবাণু বাহিত আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে ,তাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। আর যাদের করোনা ভাইরাস এজন্য নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন, তাদের ফুসফুসকে ভাইরাস সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

৫ সেকেন্ডেই করোনার চিহ্নিতকরণ, নয়া পদ্ধতির আবিষ্কার অধ্যাপকের

এই পদ্ধতিটি ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাটি হল কয়েক মিনিটের মধ্যে লক্ষ জনের মধ্যে কেউ এই রোগে আক্রান্ত কিনা, তা জানা যাবে। কার বিশেষ যত্নের প্রয়োজন, কাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন এবং কাকে ভেন্টিলেটর প্রথমে দেওয়া প্রয়োজন, এইসবের তফাৎ এই কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই ভাবেই এই পদ্ধতিটি গোটা চিকিৎসা ক্ষেত্রে সাহায্য করবে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তবে এখনও পর্যন্ত এই পদ্ধতি গোটা বিশ্বের মধ্যে সম্মতি পায়নি।

About Author