Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে মদের আসর, নিয়ম ভাঙায় অভিযোগ উঠল এই জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে

কৌশিক পোল্ল্যে: লকডাউনের মাঝেই বাড়িতে রমরমিয়ে ‘দারু পার্টি’ চালাচ্ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অনিতা রাজ। বলিউড সিনেমা ও টেলিভিশন জগতে তিনি একটি পরিচিত মুখ। তার বিরুদ্ধে এবার লকডাউন ভাঙার অভিযোগ উঠল। শুধু…

Avatar

কৌশিক পোল্ল্যে: লকডাউনের মাঝেই বাড়িতে রমরমিয়ে ‘দারু পার্টি’ চালাচ্ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অনিতা রাজ। বলিউড সিনেমা ও টেলিভিশন জগতে তিনি একটি পরিচিত মুখ। তার বিরুদ্ধে এবার লকডাউন ভাঙার অভিযোগ উঠল। শুধু তাই নয়, নিজের বাড়িতেই মদের আসরের আয়োজন করেন এই প্রবীন অভিনেত্রী।

গত বুধবার মুম্বাইয়ের পালি হিলে নিজের আবাসনে কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের ডেকে এনে পার্টি শুরু করেন অভিনেত্রী। বিষয়টি আবাসনের নিরাপত্তীরক্ষীর নজরে আসে এবং তৎক্ষনাৎ তিনি পুলিশে খবর দেন। পুরো বিষয়টিতেই অনিতার দায়িত্বজ্ঞানহীনতার প্রসঙ্গ বারেবারে উঠে এসেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর পুলিশ সেখানে এসে পার্টি বন্ধ করার জন্য কড়া নির্দেশ দেন। পুলিশি পদক্ষেপে জমায়েত বন্ধ হয় এবং সেদিনের পার্টিও বন্ধ করে দিতে হয়। তবে অভিনেত্রী এই অভিযোগ সম্পূর্ন অস্বীকার করে পালটা ওই রক্ষীর বিরুদ্ধে অভিযোগ করেন।

অনিতা জানান, তার স্বামী সুনীল হিঙ্গোরানি পেশায় একজন ডাক্তার। স্বামীরই এক ঘনিষ্ঠ বন্ধু অসুস্থ হয়ে পড়ায় তিনি স্ত্রী সমেত তাদের বাড়িতে আসেন। অসুস্থতার কারনেই তাদের আসতে বারন করেননি অভিনেত্রী। কিন্তু সম্পূর্ন ঘটনাটি ওই নিরাপত্তারক্ষী পুলিশের সামনে অন্যভাবে তুলে ধরেন যা সম্পূর্ন মিথ্যে। এরপর পুলিশি তরফে অভিনেত্রীর কাছ থেকে ক্ষমা চাওয়া হয় এমনটাই দাবি তার।

এই প্রবীন জনপ্রিয় অভিনেত্রী ‘ঘর ঘর কি কাহানি’, ‘মহাবীরা’, ‘বাগাবত’ সহ বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত জনপ্রিয় টিভি সিরিয়ালগুলির মধ্যে ‘আশিকি’, ‘ইনা মিনা ডিকা, ‘তুমরাহি পাখি’, ‘24’, ‘এক থা রাজা এক থি রানী’, ‘মায়া’, ‘ছোটি সরদারনি’প্রভৃতি উল্লেখযোগ্য।

About Author