Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আকাশে রহস্যময় আগুনের গোলা, ধেয়ে এলো পৃথিবীর দিকে

করোনা মহামারির কবলে পড়ে সারা বিশ্বের মতো ইংল্যান্ডের অবস্থাও শোচনীয়। এই সময় ইংল্যান্ডের আকাশে দেখা গেল এক আশ্চর্যজনক ঘটনা। মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসতে দেখা গেল এক মহাজাগতিক বস্তুকণাকে।…

Avatar

করোনা মহামারির কবলে পড়ে সারা বিশ্বের মতো ইংল্যান্ডের অবস্থাও শোচনীয়। এই সময় ইংল্যান্ডের আকাশে দেখা গেল এক আশ্চর্যজনক ঘটনা। মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসতে দেখা গেল এক মহাজাগতিক বস্তুকণাকে। রহস্যজনক এক আগুনের গোলা ছুটে আসছে পৃথিবীর দিকে। তা ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। সেই ছবি স্যোশাল মিডিয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে তোলপাড় হয়ে ওঠে বিশ্ব। এই আগুনের গোলা কোন বিমানের অংশ নাকি ইউএফও – তা জল্পনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। অনেকেই আবার সুপারম্যানের তত্ত্ব খাড়া করছেন।ডেইলি মেল-এ প্রকাশিত খবর অনুযায়ী, বছর ৫৫ গ্যারি আন্ডারউড নামে এই ব্যক্তি প্রথম এই ঘটনা প্রত্যক্ষ করেন। ইংল্যান্ডের কেমব্রিজশায়ারের বাসিন্দা ওই ব্যক্তি ইংল্যান্ডের আকাশে ওই আগুনের গোলাটিকে দেখতে পান। তৎক্ষণাৎ তিনি ওই ঘটনার ছবি তুলে স্যোশাল মিডিয়ায় আপলোড করেন। এই ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আগে এই ধরনের অনেক নক্ষত্র দেখলেও এই সময় আকাশের ছবিটা সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন কোন জলন্ত অগ্নিপিন্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে।’ ওই আগুনের গোলাটির বর্ণনা দিতে গিয়ে আন্ডারউড বলেন, আগুনের গোলাটি ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছিল। ওর পেছনে একটি লেজের মতো অংশ তৈরি হয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যেই অবশ্য অগ্নিপিন্ডটি নষ্ট হয়ে যায়। এই আগুনের গোলা সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করতে শুরু করেছেন। বিভিন্ন জন বিভিন্ন মতামত দিলেও সঠিকভাবে কেউই নিজেদের সপক্ষে প্রমাণ দিতে পারেননি। ফলে ওই অগ্নিপিন্ড আসলে কী, সে বিষয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে।
About Author