Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের জন্য ৮৫০ কিমি সাইকেল চালিয়ে অবশেষে পৌঁছালেন কোয়ারান্টাইনে

বিয়ে করতে গিয়ে শেষে কোয়ারেন্টাইন সেন্টারে! পাঞ্জাবের লুধিয়ানা থেকে তিন বন্ধু সমেত বাড়ি ফিরছিলেন সোনু কুমার চৌহান। কিন্তু পথের মাঝেই যে এমন ঘটনা ঘটবে তা কে জানতো! সাইকেলে করে বাড়ি…

Avatar

বিয়ে করতে গিয়ে শেষে কোয়ারেন্টাইন সেন্টারে! পাঞ্জাবের লুধিয়ানা থেকে তিন বন্ধু সমেত বাড়ি ফিরছিলেন সোনু কুমার চৌহান। কিন্তু পথের মাঝেই যে এমন ঘটনা ঘটবে তা কে জানতো! সাইকেলে করে বাড়ি পৌঁছাতে আর বাকি মাত্র ১৫০ কিমি পথ।তখনই সীমান্তরক্ষী বাহিনী তাদের আটকায়। এরপর সীমান্তরক্ষীরা তাদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দেন। সোনু কুমার চৌহানের বাড়ি নেপালের সীমান্তবর্তী জেলাতে।

পাঞ্জাবের লুধিয়ানা থেকে সোনুর বাড়ি ৮৫০ কিমি দুর। লক ডাউনের মাঝে সমস্ত গাড়ি চলাচল যখন বন্ধ তখন তিনি সাইকেলে বন্ধুদের সহিত বাড়ি ফিরছিলেন। কিন্তু কেন? কারন বৈশাখ মাসের পরই তার বিয়ে। আর তার জন্যেই এতদুরের পথ পাড়ি দিলেন পেশায় লুধিয়ানার একটি টাইলস কারখানার কর্মী সোনু । সোনুর বাড়ি মহারাজগঞ্জের পিপড়া রসুলপুর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বলরাম পুরের এসপি দেবরঞ্জন ভার্মা জানান, কোয়ারেন্টাইনে ১৪ দিন কাটানোর পর চৌহান সহ তার তিন বন্ধুর করোনার পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ আসলে ছেড়ে দেওয়া হবে তাদের।

About Author