কৌশিক পোল্ল্যে: লকডাউনের মাঝেই প্রথম সন্তানের মুখ দেখলেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি খান্না। গত ১৫ই এপ্রিল তার কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই খুশির খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। বর্তমানে দেশের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও সবকিছু ভালোভাবেই মিটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলেই।
সুখবর আসার পরই আনন্দের হিল্লোলে ভেসে ওঠে বলিপাড়া, সাধারন মানুষ থেকে সেলিব্রিটি সকলেই স্মৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তালিকায় রয়েছেন মৌনি রায়, দিয়া মির্জাসহ আরও অনেকে। সন্তানসম্ভবা থাকাকালীন এই অভিনেত্রী তার গর্ভাবস্থার বহু ছবি এবং মাতৃত্বকালীন ‘বেবি কিক’ এর ভিডিও সবটাই পোষ্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
View this post on Instagram
২০১৭ সালে টেলিভিশন জগতেরই আর এক অভিনেতা গৌতম গুপ্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্মৃতি। বিয়ের তিনবছর পর নতুন অতিথির আগমনে উচ্ছসিত উভয়েই। উল্লেখ্য, ‘মেরি আশিকি তুমসে হি’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন এই অভিনেত্রী। সন্তানসহ নিজেদের একটি ছবি ইনস্টাগ্রামে ইতিমধ্যে পোস্টও করেছেন গৌতম, বাবা হিসেবে পরিবারের নবাগতাকে তিনি সাদরে বরন করে নিয়েছেন।