Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral : লকডাউনে ছেলের সাথে তুমুল নাচ নেচে মুগ্ধ করলেন এই ক্রিকেটার, দেখুন ভিডিও

করোনা সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালাচ্ছে গোটা দেশ। লকডাউনে গৃহবন্দী সাধারণ মানুষ। বন্ধ দৈনন্দিন কাজ। প্রভাব পড়েছে খেলার জগতেও। এই পরিস্থিতিতে প্রত্যেক ক্রীড়াবিদরাই বাড়িতে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। ভারতীয় ক্রিকেটের…

Avatar

করোনা সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালাচ্ছে গোটা দেশ। লকডাউনে গৃহবন্দী সাধারণ মানুষ। বন্ধ দৈনন্দিন কাজ। প্রভাব পড়েছে খেলার জগতেও। এই পরিস্থিতিতে প্রত্যেক ক্রীড়াবিদরাই বাড়িতে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। ভারতীয় ক্রিকেটের বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ানকেও দেখা গেল পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে।

ইন্সটাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় ছেলের সাথে নাচছেন তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকা এই ক্রিকেটারকে ছেলে জোরাবরের সঙ্গে বলিউডের জনপ্রিয় গান ‘ড্যাডি কুল’ গানে নাচতে দেখা যায়। সাথে ভিডিওটিতে ক্যাপশন দিয়েছেন, “জীবনে কত মজা। সত্যি বলতে বাবা আর ছেলে, দু’জনেই কুল!” পোস্ট করার পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় এই ভিডিও। সাথে মজাদার কমেন্টও করেন অনেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
 
View this post on Instagram
 

Life is so much fun with this mastikhor insaan! Sachi bolu toh daddy aur beta dono hi cool! ? Love this little one ❤️

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on

দিল্লী ক্যাপিটালস এর হয়ে আইপিএল এ খেলতে প্রস্তুত ছিলেন এই ওপেনার। তবে লকডাউনের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে ১৩ তম আইপিএল। তাই এই অবস্থায় বাড়িতে ছেলের সঙ্গে নেচে নিজেকে ফিট রাখা ছাড়া অন্য উপায় নেই তার।

About Author