Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২০ এপ্রিলের পর নতুন করে কোন কোন জিনিসে ছাড় দিল কেন্দ্র? একনজরে দেখে নিন

বেড়েছে লক ডাউনের মেয়াদ। করোনার প্রকোপ যত বাড়ছে ততই উদ্বেগ বাড়ছে সরকারের। তাই গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩ মে পর্যন্ত লক ডাউনের ঘোষণা করেন। তবে লক ডাউন চলাকালীন…

Avatar

বেড়েছে লক ডাউনের মেয়াদ। করোনার প্রকোপ যত বাড়ছে ততই উদ্বেগ বাড়ছে সরকারের। তাই গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩ মে পর্যন্ত লক ডাউনের ঘোষণা করেন। তবে লক ডাউন চলাকালীন ২০ এপ্রিল-এর পর থেকে কিছু অত্যাবশ্যকীয় জিনিসের উপর ছাড় দিল কেন্দ্র।

নতুন এই নির্দেশিকায় অনেকগুলি বিষয়ে সবুজ সংকেত মিলেছে কেন্দ্রের তরফ থেকে, সেগুলি হল- 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

*সমস্ত ই-কমার্স কোম্পানিগুলির ডেলিভারিতে ছাড় মিলবে। যেমন ফ্লিপকার্ট, আমাজন, স্ন্যাপডিলের মতো অনলাইন কোম্পানিগুলি ৫০ শতাংশ কর্মী নিয়োগের মাধ্যমে ডেলিভারি করতে পারবে।

*গ্রামীন অর্থনীতিকে ধরে রাখতে গ্রামের বিভিন্ন শিল্পকর্ম যেমন রাস্তা নির্মাণ, সেচ প্রকল্প, খাদ্য প্রক্রিয়ার শিল্পের উপর ছার দেওয়া হয়েছে।

*সমস্ত স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক ক্ষেত্রের কাজে ছাড় দেওয়া হয়েছে।

*অত্যাবশ্যকীয় পণ্য এবং অন্যান্য সমস্ত পণ্য পরিবহনেও ছাড় মিলেছে।

*অত্যাবশ্যকীয় পণ্য ও আইটি হার্ডওয়ার উৎপাদনের প্যাকেজিং-য়ের কাজে ছাড় দেওয়া হয়েছে।

*মাইক্রো ফিন্যান্স ও নন ফিন্যান্স কর্পোরেশনগুলি জরুরি পরিষেবার জন্য তালিকাভুক্ত হয়েছে।

*আদিবাসীদের চাষের কাজে বাঁধা দেওয়া যাবে না।

*গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ, জল সরবরাহের কাজ সচল থাকবে।

*কৃষিজাত পণ্যের মধ্যে সার উৎপাদন, কৃষিজাত পণ্য আহরণ, কীটনাশক এবং বীজ, মাছ চাষ ও পশুপালনে, পোল্ট্রি ও চা, কফি ও রাবারের কাজে মিলেছে ছাড়।

About Author