শ্রেয়া চ্যাটার্জি – পৃথিবীতে ভালো মানুষ ঠিকই আছেন। তবেই তো পৃথিবীটা এখনো বেঁচে আছে। সমাজ কলুষিত হয়ে উঠলেও সমাজে কিছু মানুষের মানবিকতা আছে বলে সমাজে এখনো স্থির হয়ে নেই, সে ক্রমাগত চলেছে সামনের দিকে। মানবিকতার এক নজিরবিহীন ঘটনা ঘটে গেল হায়দ্রাবাদে বেগমপেটে।
এক অশীতিপর বৃদ্ধা মানুষ তিনি বাইরে বেরিয়ে ছিলেন কোনো এক কাজে। তিনি এতটাই বৃদ্ধ হয়ে পড়েছেন যে তার হয়তো চলাফেরা করতে কষ্ট হচ্ছিল, তা বুঝতে পেরে একজন পুলিশ কর্মী তাকে কোলে তুলে নিয়ে তার থেকে ঠিকানা জেনে তার বাড়িতে রেখে আসেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএমন ছবি দেখে সত্যিই মন ভরে যায়। এই লকডাউনে প্রত্যেকের মন যখন বিষন্ন তখন এমন ছবি দেখলে কার না ভালো লাগে? এমন পুলিশকর্মীকে স্যালুট জানাতে হয়। যে তার মাতৃসম একজন নারীকে কোলের মধ্যে নিয়ে সযত্নে বাড়িতে পৌঁছে দিয়ে আসছেন। আজকালকার দিনে এমন ঘটনা কম ঘটলেও একেবারে বিরল ঘটনা নয়।