Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩০ এপ্রিলের বদলে কেন ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ালেন মোদী, জেনে নিন আসল কারণ

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে লকডাউন আরও ১৯ দিন বাড়ানোর কথা ঘোষণা করেছেন। ৩ মে পর্যন্ত জারি হয়েছে লকডাউন। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জেগেছে যেখানে অনেক রাজ্যই ৩০ এপ্রিল…

Avatar

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে লকডাউন আরও ১৯ দিন বাড়ানোর কথা ঘোষণা করেছেন। ৩ মে পর্যন্ত জারি হয়েছে লকডাউন। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জেগেছে যেখানে অনেক রাজ্যই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করেছে সেখানে ৩ মে পর্যন্ত লকডাউনের কি দরকার। কিন্তু সংশ্লিষ্ট মহলের মতে এর পিছনেও বেশ কয়েকটি কারণ আছে। অনেক ভাবনা চিন্তা করেই প্রধানমন্ত্রী লকডাউন ৩ মে পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এর কারণ হিসেবে দেখা যাচ্ছে, ৩০ এপ্রিলের পরদিন ১ মে, অর্থাৎ মে দিবসের ছুটি। তার পরের দুদিন অর্থাৎ ২ মে এবং ৩ মে যথাক্রমে শনিবার ও রবিবার পড়েছে। অর্থাৎ ৩০ এপ্রিলের পর তিনদিন পরপর ছুটি। সাধারণ মানুষ এতদিন ঘরবন্দি থাকার পর মে দিবস সহ বাকি দুই ছুটির দিনে রাস্তায় বেরোবে তার সম্ভাবনা প্রবল। আর এত মানুষ একসাথে জমায়েত হলে করোনা ভাইরাস আবার ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। কিন্তু ৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকলে ৩ তারিখ পর্যন্ত আর কেউ বাইরে বেরোবে না। সেইদিকে বিচার করেই প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৩ মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউন জারি থাকলেও ২০ এপ্রিলের পর থেকে কিছু জায়গায় লকডাউনে ছাড় দিতে পারে কেন্দ্র সরকার। আজ তাঁর ভাষণে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ২০ এপ্রিল পর্যন্ত সমস্ত হটস্পট সহ সারাদেশে নজর রাখা হবে। ২০ এপ্রিলের পর কোথায় কোথায় লকডাউন শিথিল করা যায় তা দেখা হবে। প্রসঙ্গত করোনা মোকাবিলায় কেন্দ্রের লকডাউন বাড়ানোর আগেই ওড়িশা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্য ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছে। এদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১০,০০০। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৯ জনের।

About Author