Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩ মে পর্যন্ত চলবে না কোনো আন্তর্জাতিক এবং ঘরোয়া বিমান

দেশে লকডাউনের মেয়াদ বেড়েছে আরও ১৯ দিন। অর্থাৎ আগামী ৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে সারা দেশে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই ভারতীয় বিমান মন্ত্রকের তরফে জানানো হয় যে, আগামী ৩ মে…

Avatar

দেশে লকডাউনের মেয়াদ বেড়েছে আরও ১৯ দিন। অর্থাৎ আগামী ৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে সারা দেশে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই ভারতীয় বিমান মন্ত্রকের তরফে জানানো হয় যে, আগামী ৩ মে পর্যন্ত দেশে সমস্তরকম আন্তর্জাতিক এবং ঘরোয়া বিমান পরিষেবা বন্ধ থাকবে। বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৩ মে ১১.৫৯ পর্যন্ত বন্ধ থাকবে সব আন্তর্জাতিক এবং ঘরোয়া বিমান চলাচল। করোনা ভাইরাস আরও বেশি করে ছড়িয়ে পড়ার কোনো রকম ঝুঁকি তারা নিতে চাইছেন না বলেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে বিমান মন্ত্রকের তরফে।

বিমান মন্ত্রক আরও জানিয়েছে, অসামরিক বিমান পরিবহনে কিছুটা ক্ষতি হলেও এছাড়া আপাতত আর কোনো উপায় ছিলনা। এর আগে ১৫ এপ্রিল থেকে ডোমেস্টিক বিমান পরিষেবা দেওয়া শুরু হতে পারে বলে জানানো হয়েছিল বিমান মন্ত্রকের তরফে। কিন্তু এদিনের ঘোষণায় ৩ মে পর্যন্ত সে সম্ভাবনা আর রইলো না। অনেক বেসরকারি বিমান সংস্থাই ১৫ এপ্রিল থেকে যাত্রার জন্য ডোমেস্টিক ফ্লাইটের টিকিট বুকিং নেওয়া শুরু করেছিল। যারা টিকিট বুকিং করেছিলেন তাদের টিকিট বাতিল হয়ে গিয়েছে। এছাড়া বিদেশ থেকে আগত যাত্রীদের থেকেই দেশে সর্বপ্রথম করোনা ছড়িয়েছিল, সেদিকটা মাথায় রেখে বন্ধ করা হলো আন্তর্জাতিক বিমান পরিষেবাও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে অসামরিক বিমান পরিষেবা বন্ধ হলেও মালবাহী বিমান চলবে বলে জানানো হয়েছে বিমান মন্ত্রকের তরফে। কার্গো বিমান, অফশোর হেলিকপ্টার অপারেশন, চিকিৎসা পরিষেবার জন্যে ব্যবহৃত বিমানগুলোকে চলার জন্য ছাড়পত্র দিয়েছে বিমান মন্ত্রক। সবদিক বিবেচনা করে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তবে করোনা মুক্ত এলাকা গুলোতে কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আগামীকাল বুধবার এবিষয়ে বিস্তারিত জানাবেন বলে তার ভাষণে বলেছেন প্রধানমন্ত্রী।

About Author