শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব যেন ঘুমিয়ে রয়েছে। করোনা ভাইরাসের দাপটে আমরা প্রত্যেকে গৃহবন্দি। কাজকর্ম কার্যত বন্ধ, কিন্তু প্রকৃতি তার কাজ ঠিকই করে চলেছে। কয়েকদিন আগেই গোটা বিশ্ব আকাশে গোলাপি চাঁদ দেখে মুগ্ধ হয়েছিল। এবারে আরও চমক দিতে ঘটতে চলেছে আরও একটি জাগতিক ঘটনা।
১৪, ১৫, ১৬ ই এপ্রিল একইসঙ্গে বৃহস্পতি, মঙ্গল, শনি ও চাঁদকে দেখা যাবে। তবে নাসা জানিয়েছে, এই তিনটি গ্রহকে আবার একসঙ্গে দেখা যাবে ২০২২ সালে। কিন্তু তখন হয়তো এত ঝকঝকে রাতের আকাশ থাকবে না। করোনা ভাইরাস আমাদের থেকে কেড়ে নিয়েছে অনেক তাজা প্রাণ, কিন্তু যা দিয়েছে তার মধ্যে একটি অন্যতম হলো দূষণের মাত্রা হু হু করে কমে গেছে। যে কারনে ঝকঝকে রাতের আকাশ দেখা যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপরপর তিনদিন পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের সঙ্গে দেখা যাবে বৃহস্পতি, মঙ্গল ও শনি কে। তবে খালি চোখে যদি দেখতে অসুবিধা হয় তাহলে কোন স্টারগেজিং অ্যাপের দ্বারা আপনি সহজেই এগুলি দেখতে পাবেন। তবে, এখন শুধু সময়ের অপেক্ষা।
লকডাউনে গৃহবন্দি অবস্থায় থাকতে থাকতে আমাদের প্রত্যেকেরই কমবেশি মন খারাপ হচ্ছে। তাই বুঝি প্রকৃতিই এমন ব্যবস্থা করে চলেছে। প্রিয় ছাদের কোনটায় কিংবা ব্যালকনি অথবা উঠান থেকে দাঁড়িয়ে আপনি তারিয়ে তারিয়ে উপভোগ করতেই পারেন এই মহাজাগতিক ঘটনা।