Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশজুড়ে ক্রমশ প্রকট হচ্ছে করোনা আতঙ্ক, গত ২৪ ঘন্টায় মৃত ৩৫

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের সময়সীমা বাড়িয়ে চলেছে সরকার। তবু সংক্রমণ থামার কোন লক্ষণ নেই। দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মারণ রোগের সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয়…

Avatar

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের সময়সীমা বাড়িয়ে চলেছে সরকার। তবু সংক্রমণ থামার কোন লক্ষণ নেই। দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মারণ রোগের সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত দেশ জুড়ে মারণ রোগ কোভিড ১৯-এর প্রকোপে প্রাণ গিয়েছে ৩০৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গিয়েছে। মোট সংক্রমিত মানুষের সংখ্যা ৯ হাজার ১৫২ জন। ইতিমধ্যে দেশের ৩৬৪ টি জেলায় ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্য গত শনিবার দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৩ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সেই বৈঠকে লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ, সোমবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্যরা পরবর্তী পদক্ষেপ ঠিক করতে কাজ শুরু করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও নিজেদের দপ্তর থেকেই করোনা মোকাবিলায় কাজ করবেন বলে জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভয়াবহ করোনা সংক্রমণ রুখতে সারা দেশকে রেড, ইয়োলো ও গ্রিন -এই তিন ভাগে করে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেক্ষেত্রে করোনা সংক্রমণ ছড়ায়নি এমন এলাকাগুলোকে গ্রিন, অল্প সংক্রমিত এলাকাগুলোকে ইয়োলো ও করোনা সংক্রমণ বিপজ্জনক হয়ে ওঠা এলাকাগুলোকে রেড পর্যায়ে রেখে করোনা মোকাবিলায় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।

About Author