Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের মধ্যে বড় ঘোষণা, নির্মাণ কর্মীদের পাঁচ হাজার টাকা করে দেবে কেজরিওয়াল সরকার

দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউনের ফলে বন্ধ সমস্ত কলকারখানা, শিল্প। এই অবস্থায় রাজ্যের কর্মহীন মানুষদের প্রতি সদয় হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির ৭,২৪২ নির্মাণ শ্রমিকদের প্রত্যেককে…

Avatar

দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউনের ফলে বন্ধ সমস্ত কলকারখানা, শিল্প। এই অবস্থায় রাজ্যের কর্মহীন মানুষদের প্রতি সদয় হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির ৭,২৪২ নির্মাণ শ্রমিকদের প্রত্যেককে ৫,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। দিল্লি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘লকডাউনে ফলে কাজ হারিয়েছেন বহু নির্মাণ কর্মী। তাদেরকে সাহায্য করা সরকারের কর্তব্য। তাই তাদের সকলকে ৫,০০০ টাকা করে দেওয়া হবে সরকারের তরফে।’

কিছুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, লকডাউনের সময় দিল্লির সমস্ত ট্যাক্সি এবং অটো চালকদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। তারপর আজ এই ঘোষণা করা হলো দিল্লি সরকারের তরফে। এছাড়াও কেজরিওয়াল সরকার দিল্লির মানুষদের জন্য বিনামূল্যে খাবার, আশ্রয়ের ব্যবস্থাও করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক হয় ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের। সেখানে দিল্লিতে লকডাউন আরও বাড়ানোর অনুরোধ জানান কেজরিওয়াল। প্রধানমন্ত্রী তাঁর সেই অনুরোধে সাড়া দিয়েছেন বলে আজ ট্যুইটও করেন কেজরিওয়াল।

About Author