Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১০টি হটস্পটে অনির্দিষ্টকালের জন্য লকডাউন, ঘোষণা রাজ্য সরকারের

অরূপ মাহাত: যতই দিন যাচ্ছে ততই বাড়ছে করোনার ভয়াবহতা। পাল্লা দিয়ে বাড়ছে দেশ ও রাজ্যে সংক্রমণের সংখ্যা। যার ফলে রাজ্যে বেশ কয়েকটি করোনা সংক্রমিত এলাকাকে হটস্পট চিহ্নিত করেছিল রাজ্য। এবার…

Avatar

অরূপ মাহাত: যতই দিন যাচ্ছে ততই বাড়ছে করোনার ভয়াবহতা। পাল্লা দিয়ে বাড়ছে দেশ ও রাজ্যে সংক্রমণের সংখ্যা। যার ফলে রাজ্যে বেশ কয়েকটি করোনা সংক্রমিত এলাকাকে হটস্পট চিহ্নিত করেছিল রাজ্য। এবার তার সঙ্গে আরও কয়েকটি অঞ্চলকে যোগ করে মোট ১০ টি হটস্পট অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ ভাবে লকডাউন ঘোষণা করলো সরকার। শুক্রবার সাংবাদিকদের একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্ত হটস্পট এলাকায় সমস্ত রকমের পরিষেবা বন্ধ থাকবে। বন্ধ থাকবে সাধারণ মানুষের বাড়ির বাইরে বেরানো। বাইরে থেকে কেউ ওই এলাকায় ঢুকতেও পারবে না। ওই এলাকায় ৫-৬ কিলোমিটার জুড়ে তৈরী করা হয়েছে ক্লাস্টার। সেখানকার সাধারণ মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরকারি আধিকারিকরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হটস্পট চিহ্নিত করে করোনা সংক্রমণ রোধে রাজস্থানের ভিলওয়াড়া মডেল অনুসরণ করলেও ১০ টি হটস্পটের বিষয়ে স্পষ্ট উল্লেখ করেনি রাজ্য। কার্ফু জারি ও মেডিক্যাল টিম গড়ে ভিলওয়াড়াতে করোনা রোধে ব্যাপক সাড়া মিলেছে। বর্তমানে বহু মানুষের টেস্ট করা হচ্ছে সেখানে। নজরে রাখা হচ্ছে সন্দেহভাজনদের। এই পলিসি অনুসরণ করে রাজ্য প্রশাসন কতটা সাফল্য পায়, তার উপরই নির্ভর করছে রাজ্যের করোনা সংক্রমণের গতিপ্রকৃতি।

About Author