Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোষ্ঠী সংক্রমণ হয়নি ভারতে, স্পষ্ট জানাল WHO

দেশ জুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশ লক ডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৪ মার্চ মধ্যরাত থেকে এই লক ডাউন বিধি জারি করা হয় যার…

Avatar

দেশ জুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশ লক ডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৪ মার্চ মধ্যরাত থেকে এই লক ডাউন বিধি জারি করা হয় যার মেয়াদকাল আগামী ১৪ এপ্রিল মধ্যরাতে শেষ হবে। তবে এখনো পর্যন্ত ভারতে যা পরিস্থিতি তাতে করে কি বলা যায়, ভারত স্টেজ থ্রিতে অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে? যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সম্প্রতি করা দাবি যে, ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে, তা ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। গোষ্ঠী সংক্রমণ বা স্টেজ থ্রি তখনই শুরু হবে যখন একটি জায়গা থেকে করোনার সংক্রমণে মানুষ কিভাবে আক্রান্ত হল তা জানা যাবে না। অর্থাৎ যখন ২০-৩০ শতাংশ সংক্রমণের বাহক বা উৎসের কোনও খোঁজ মিলবে না। কিন্তু ভারতে এখনো পর্যন্ত যেকটি আক্রান্তের খোঁজ মিলেছে তাদের মধ্যে বিদেশ যোগ বা নিজামুদ্দিন যোগ বা করোনা হয়েছে এমন কারোর সংস্পর্শের ফলেই সৃষ্টি হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুতরাং, WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে এখনও ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। আগামী শনিবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা প্রসঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। লক ডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা বা তা বাড়লে আরও কতদিনের জন্য বাড়ানো হবে তা জানা যাবে ওই বৈঠকের পরেই।

About Author