Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের পরে বন্ধ থাকতে পারে স্কুল-কলেজ, পরীক্ষার ফলপ্রকাশেও স্থগিতাদেশ

লকডাউনের সময়সীমা বাড়তে পারে এরকম ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্যে লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। তবে ওড়িশা সরকার দেশের সিদ্ধান্তের আগেই রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। ৩০…

Avatar

লকডাউনের সময়সীমা বাড়তে পারে এরকম ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্যে লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। তবে ওড়িশা সরকার দেশের সিদ্ধান্তের আগেই রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলেও ওড়িশাতে ১৭ জুন পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সিবিএসই জানিয়েছে তারা দশম শ্রেণীর বাকি পরীক্ষাগুলি আর নেবে না, তবে দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষা নেওয়া হবে। এরসাথেই সিবিএসই জানিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা দিল্লির হংসার জন্য পরীক্ষা দিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে। দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। কলেজের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে বেশ কিছু স্কুল অনলাইনের মাধ্যমে ক্লাস করাচ্ছে। এর পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের জন্য বিশ্ববিদ্যালয়, কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শুধু ওড়িশা নয় কর্ণাটকেও আগামী ৩১ মে পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এরসাথে লকডাউন উঠলেও সমস্ত শিক্ষা প্রিতিষ্ঠা, মন্দির, মসজিদ প্রভৃতি ধর্মীয় স্থান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে বলে সূত্রের খবর।

About Author