Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে বেকার শ্রমিকের মাসিক মাইনের ব্যবস্থা করলেন ভাইজান সলমান খান

কৌশিক পোল্ল্যে: আগেই ২৫ হাজার দৈনিক কর্মীদের ভরন পোষনের বন্দোবস্ত করেছিলেন ভাইজান, যে পরিকল্পনা দিব্যি সাফল্যমন্ডিত হয়েছে স্টুডিওপাড়ার কর্মীদের নিমিত্তে। দেশের সামাজিক পরিস্থিতির অবনিতির কথা মাথায় রেখে আরও একধাপ এগিয়ে…

Avatar

কৌশিক পোল্ল্যে: আগেই ২৫ হাজার দৈনিক কর্মীদের ভরন পোষনের বন্দোবস্ত করেছিলেন ভাইজান, যে পরিকল্পনা দিব্যি সাফল্যমন্ডিত হয়েছে স্টুডিওপাড়ার কর্মীদের নিমিত্তে। দেশের সামাজিক পরিস্থিতির অবনিতির কথা মাথায় রেখে আরও একধাপ এগিয়ে এলেন অভিনেতা সলমান খান। আরও বেশ কিছু গুরুত্বপূর্ন ও উন্নয়নমূলক কাজের দায়িত্ব তুলে নিলেন নিজকাঁধে।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, ফিল্মসিটির আরও ২৩ হাজার বেকার কর্মীদের মাসিক পারিশ্রমিক দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দিন আনা দিন খাওয়া কর্মীরা বেকার হয়ে পড়ায় তাদের আর্থিক স্থিতি অনেকটাই শ্লথ হয়ে গিয়েছে। তাদেরই ভাবনাচিন্তায় ফ্যারিস্তার ভূমিকা পালন করে মাসিক তিন হাজার টাকা করে প্রত্যেক শ্রমিকের পরিবারকে পারিশ্রমিক দেওয়ার বন্দোবস্ত করেছেন ভাইজান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উক্ত পরিকল্পনা অনুযায়ী এই সমস্ত কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করে নিয়েছে সলমানের সংস্থা। চলতি মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ। পরবর্তীতে আপৎকালীন পরিস্থিতি অনুযায়ী যদি লকডাউনের সময়সীমা বৃদ্ধি পায় সেক্ষেত্রেও এই মাসিক পারিশ্রমিক তারা সেই মুহূর্তেও পাবেন এমনটাই আশ্বাস দিয়েছেন অভিনেতা।

ইন্ডাস্ট্রিতে বহু নবাগতদের সুপারস্টার বানিয়েছেন তিনি। তার সংস্থা ‘বিং হিউম্যান’ সর্বদা উন্নয়নমূলক কাজ করে চলেছে। দীনদরদি ভাইজান যে দেশের খারাপ পরিস্থিতিতে কতখানি সামাল দিতে পারেন তার প্রমান দেখিয়ে দিলেন হাতেনাতে।

About Author