আজ ৯ ই এপ্রিল, বৃহস্পতিবার। জানুন নিজের রাশিফল।মেষঃ কর্মক্ষেত্রে হঠাৎ করে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। চিন্তাভাবনা করে পদক্ষেপ নেওয়া জরুরি।বৃষঃ শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন।মিথুনঃ পত্নী পীড়ায় উদ্বেগ দেখা দিতে পারে। ভেবেচিন্তে সমাধান বের করুন।কর্কটঃ আজ হঠাৎ করে আত্মীয় কলহ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন।সিংহঃ আজকের দিনটি যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্যে খুবই শুভ। রাজনৈতিক ক্ষেত্রে সুনাম পাবেন।কন্যাঃ কোথাও যাত্রা করতে গেলে বিঘ্ন দেখা দিতে পারে। সাবধানতা অবলম্বন করুন।তুলাঃ চিকিৎসার ক্ষেত্রে বহু পরিমাণে ব্যয় হতে পারে। শরীরের প্রতি যত্নশীল হতে হবে।বৃশ্চিকঃ আজ আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। সুনাম অর্জন করবেন।ধনুঃ প্রতিবেশীর সাথে বিবাদ দেখা দিতে পারে। আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন।মকরঃ কোনো বিশেষ ক্ষেত্রে বন্ধুর সাহায্য লাভ হতে পারে। ফলে সম্পর্ক আরও ভালো হবে।কুম্ভঃ আজ যারা ক্রীড়াক্ষেত্রের সাথে যুক্ত তাদের জন্য বিশেষভাবে শুভ হবে।মীনঃ আত্মীয় দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। সাবধানে থাকুন।